
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি :
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মটরসাইকেলের ধাক্বায় প্রান গেল এক বৃদ্ধের। মৃত বৃদ্ধের নাম জামাল উদ্দিন (৬২)। সে উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের দক্ষিন শিংঝাড় গ্রামের মূত শাহাবুদ্দিনের পূত্র।ঘটনাটি ঘটেছে ভূরুঙ্গামারী -কুড়িগ্রাম মহাড়কের দেওয়ানের খামার গ্রামের আশা অফিসের পাশে।
প্রত্যক্ষদর্শী ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে শুক্রবার বেলা ৩টার দিকে ঈদ উপলক্ষে জয়মনিরহাট বৃদ্ধ জামাল উদ্দিন (৬২) বাইসাইকেলযোগে মেয়ের জামাইবাড়ি যাচ্ছিলেন। তিনি কুড়িগ্রাম -ভূরুঙ্গামারী মহাসড়কের দেওয়ানের খামার গ্রামের আশা অফিসের পাশে পৌঁছলে দিনাজপুরের নীমনগল গ্রামের মোকলেছুর রহমানের পূত্র রবিউল ইসলাম ও কুড়িগ্রামের ঘোগাদহ গ্রামের তার অপর এক আত্নীয়কে নিয়ে সোনাহাট স্হল বন্দর দেখার জন্য ভূরুঙ্গামারী অভিমুখে আসা মটর সাইকেলটি বৃদ্ধ সাইকেল আরোহীকে ধাক্বা দিলে সাথে জামাল উদ্দিনের সেখানে পড়ে মাথায় আঘাত পান। গুরুতর আহত অবস্থায় স্হানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। এ সময় তার নাক, মুখ ও ডান কান দিয়ে রক্ত ঝরছিল। এতে মটর সাইকেল আরোহী রবিউল ইসলামকেও আহত অবস্হায় উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।সে পুলিশ হেফাজতে চিকিৎসাধীন আছে বলে জানিয়েছে উপজেলা স্বাস্হ্য বিভাগ।
ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সাদ্দাম হোসেন জানান, মস্তিষ্কে রক্তক্ষরণ জনিত কারণে স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই জামাল উদ্দিনের মৃত্যু হয়েছে।
ভূরুঙ্গামারী থানার ওসি (তদন্ত) জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন পরিবারের পক্ষ থেকে অভিযোগ করলে মামলা গ্রহণ করা হবে।