
ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ফুলবাড়ীতে বুধবার সকাল সাড়ে ১১ টায় উপজেলার জিরো পয়েন্টে প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি, নির্যাতনের প্রতিবাদ ও দোষীদের বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামকে বাংলাদেশ সচিবালয়ে স্বাস্থ্য অধিদপ্তরের কক্ষে আটক রেখে কর্মকর্তাদের নির্যাতন অতঃপর মিথ্যা মামলা দিয়ে গ্রেফতারের প্রতিবাদে ফুলবাড়ী প্রেসক্লাব ও উপজেলা প্রেসক্লাব আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে উভয় প্রেসক্লাবের প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীগণ অংশ গ্রহন করেন ।
অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক মিলন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকারিয়া মিঞা বক্তব্য রাখেন।
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্যকালে বক্তারা অবিলম্বে রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি দাবি করেন। এছাড়াও ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা এবং দোষীদের শাস্তির দাবি জানান।