
কাইছার আহমেদ,বিশেষ প্রতিনিধি
প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামের উপর নির্যাতন ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবীতে
আন্তর্জাতিক সংগঠন দুই বাংলা অনলাইন সাংবাদিক ফোরাম কক্সবাজার জেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২০শে মে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে বক্তারা বলেন মামলা হামলা করে গণমাধ্যমের কণ্ঠরোধ করা যাবেনা।
দুই বাংলা অনলাইন সাংবাদিক ফোরাম জেলা সভাপতি মোঃ রেজাউল করিম এর সভাপতিত্বতে পরিচালনা করেন উক্ত সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ উসমান গণি’র পরিচালনায় বক্তব্য রাখেন জেলার সিনিয়র সাংবাদিক কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক রূপালী সৈকত পত্রিকার প্রকাশক ও সম্পাদক ফজলুল কাদের চৌধুরী। বক্তব্যে তিনি বলেন, হামলা, মামলা করে সাংবাদিকদের কণ্ঠরোধ করা যাবেনা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনতিবিলম্বে সাংবাদিক রোজিনা ইসলামের ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের আহবান জানান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক ও দৈনিক আলোকিত উখিয়ার সম্পাদক মিজানুর রশিদ মিজান। প্রধান অতিথির বক্তব্যে তিনি সাংবাদিকদের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান এবং অনতিবিলম্বে সাংবাদিক রোজিনা ইসলামের ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের আহবান জানান।
তাছাড়া বক্তব্য রাখেন, দৈনিক কক্সবাজার বাণীর সাবেক সম্পাদক ও সিনিয়র সাংবাদিক ফরিদুল ইসলাম শাহীন,জেলা বিএমএসএফের আহবায়ক ও খবর পত্রের জেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক শহীদূল্লাহ মেম্বার,
দৈনিক আলোকিত উখিয়া পত্রিকার পরিচালক সম্পাদকআমিনুল ইসলাম সাগর, উখিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও জেলা বিএমএসএফের সদস্য মুসলিম উদ্দিন, উখিয়া বিএমএসএফের সাধারণ সম্পাদক কাজী বাচ্চু, দুই বাংলা অনলাইন সাংবাদিক ফোরাম কক্সবাজার জেলা শাখার সিনিয়র সদস্য নিউজ ভিশন এর স্টাফ রিপোর্টার সোহেল আরমান, সিবিবিএনের বার্তাসম্পাদক এন আলম আজাদ, দৈনিক বসুন্ধরার জেলা প্রতিনিধি মাষ্টার সেলিম উদ্দিন, দৈনিক আমাদের কক্সবাজারের সাংবাদিক শহীদূল করিম শহীদ, আলোকিত উখিয়ার জাহেদ হোসেন জাহেদ, রাশেদুল আলম রাশেদ এবং দৈনিক ইনানী, কক্সবাজারকন্ঠ ডটকমের এম ইসমাইল শাহ, এসময় উপস্থিত ছিলেন দুই বাংলা অনলাইন সাংবাদিক ফোরাম কক্সবাজার জেলা শাখার সহ দপ্তর সম্পাদক আজিম উদ্দিন,সংগঠনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইয়াসিন আরাফাত, সাইদুল ইসলাম সাঈদ, মোহাম্মদ আশরাফ,মোঃ এবাদুল্লাহ প্রমুখ। প্রতিবাদ সমাবেশে সমাপনীয় বক্তব্য রাখেন দুই বাংলা অনলাইন সাংবাদিক ফোরাম কক্সবাজার জেলা সভাপতি মোঃ রেজাউল করিম এসময় তিনি বলেন,প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলাম ডেকে নিয়ে যেই ষড়যন্ত্র মূলক ভাবে আটক করে পুলিশের হাতে তুলে দিয়ে শারিরিক নির্যান্তন করে মিথ্যা মামলায় কারাগারে প্রেরন করেছে। এই মিথ্যা মামলা প্রত্যাহার করে নেওয়ার জন্য জোর দাবি জানান। সাংবাদিক অনুসিদ্ধানি রিপোর্ট করার সময় সাংবাদিকদের ঐক্যবদ্ধ হয়ে রিপোর্ট সংগ্রহ করার জন্য বলেন।এবং বক্তব্যবের শেষে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।