
চিলমারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চিলমারীতে প্রথম বারের মতো বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ চিলমারী উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। কমিটি গঠন উপলক্ষে বুধবার উপজেলা পরিষদ সংলগ্ন শিশু নিকেতন চত্বরে প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের আহবায়ক কমিটির আহবায়ক রাণীগঞ্জ বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো.জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিনব্যাপী অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মো.সাইফুল ইসলাম,সাধারন সম্পাদক মো.জাকির হোসেন,মজিদের পাড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো.আব্দুস সাত্তার,থানাহাট ১নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো.আশরাফুল আলম,শরীফেরহাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফরিদা ইয়াছমিন,লিপি আক্তার,নাওশালা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ওবায়দুল ইসলাম মুনির প্রমুখ। পরে সর্ব সম্মতিক্রমে থানাহাট ২নং মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এ কে এম মোখলেছুর রহমান মাছুমকে সভাপতি, মুদাফৎথানা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো.জাহিদুল হাসান পলাশকে সাধারন সম্পাদক ও রাধাবল্লভ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো.রবিউল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্যের কমিটি ঘোষনা করা হয়।