
মুহাম্মদ কাইসার হামিদ, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধিঃ
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)’র সহযোগিতায় কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২১ অনুষ্ঠিত হয়েছে।
” পুষ্টি, মেধা, দারিদ্র বিমোচন- প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় শনিবার (৫জুন) বিকালে কুলিয়ারচর থানা সংলগ্ন মাঠে অনুষ্ঠিত প্রদর্শণী উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়াৎ ফেরদৌসী’র সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দ নূরে আলম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নিখিল চন্দ্র দেবনাথ, প্রাণিসম্পদ স¤প্রসারণ কর্মকর্তা ডা. তারেক আহমেদ, উপজেলা আনসার ভিডিপির অফিসার মো. রাশেদুল ইসলাম, সাংবাদিক মুহাম্মদ কাইসার হামিদ, মোঃ নাঈমুজ্জামান নাঈম, আলি হায়দার শাহিন, মৌসুমী আক্তার, ফারজানা আক্তার ও মোছাঃ নিলুফা আক্তার নিলা প্রমূখ। প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে মোট ৩৫ টি স্টল অংশগ্রহণ করে। অতিথিবৃন্দ খামারীদের স্টল পরিদর্শন করে তাদের খোঁজ খবর নেন। অনুষ্ঠানে অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন উপজেলা নির্বাহী অফিসের সিএ কাম উচ্চমান সহকারী মো. ফজলুর রহমান পটল। উদ্বোধনের আগে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. নজরুল ইসলাম স্টল পরিদর্শন করেন।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নিখিল চন্দ্র দেবনাথ বলেন, উন্নত মানের গাভী, ডিম, দুধ উৎপাদন, পুষ্টির চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র বিমোচনে প্রাণিসম্পদের ভূমিকা গুরুত্বপূর্ণ। দেশের প্রায় ৭০ লক্ষ লোক প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রাণিসম্পদের উপর নির্ভরশীল। সরকারী ভাবে প্রাণিসম্পদ অধিদপ্তর ইতোমধ্যে কুলিয়ারচরে প্রায় দুই হাজার করোনায় ক্ষতিগ্রস্থ খামারীদের মাঝে প্রণোদনা হিসেবে নগদ অর্থ দিয়েছেন। আজকের এ প্রদর্শনী মানুষকে উৎসাহ দিবেন বলে আশা করেন তিনি।
ছবিতে পুরস্কার নিচ্ছেন গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের লক্ষ্মীপুর ভাটিপাড়া গ্রামের বিভিন্ন প্রজাতি পশু পাখির খামারী মো.মিজানুর রহমান।