
কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামে পূর্ব শত্রুতার জের ধরে দোকান ঘরে অগ্নিকান্ডের ঘটনায় ভস্মিভূত হয়েছে দোকান ঘর ও বসতবাড়ি। ঘটনাটি ঘটেছে শহরতলির বেলগাছা পশ্চিমপাড়া গ্রামে। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছে পুলিশ প্রশাসন ও সংশ্লিষ্ট জনপ্রতিনিধি।
জানা গেছে, ১১ জুন ভোর বেলা কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের পলাশবাড়ি পশ্চিমপাড়া গ্রামের মোঃ বেলাল হোসেন (৪৫) দোকানে আগুন লাগে। আগুনের লেলিহান শিখায় প্রজ্বলিত হয় গোটা এলাকা। ঘুমন্ত প্রতিবেশিরা উঠে আগুন নেভানোর জন্য বের হয়ে দেখতে পায় কারো গেটের বাইরে থেকে কিংবা কারো ঘরের দরজায় ছিটকিনি লাগানো। এতে বিলম্বে ইতোমধ্যে একটি দোকান ঘর এবং পাশের একটি বাড়ি আগুন লেগে যায়।
প্রত্যক্ষদর্শী আব্দুল হক, আজগার আলী, আজিত মিয়া, মেহেদী হাসান মারুফ ও দুলালী বেগম জানান, পূর্ব শত্রুতার জের ধরে এ অগ্নিকান্ড হতে পারে। তারা বলেন, আগুন লাগার আগে দোকানের আশপাশের ১০-১২ টি বাড়ির বাইরে থেকে কারো ঘরে, কারো গেটের বাইরে থেকে ছিটকিনি লাগানো ছিল। অনেকে ঘুম থেকে ওঠে দরজা খুলতে না পারায় দরজা ভেঙ্গে কেউ বেড়া কেটে বাইরে চলে আসে। পরে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে পাশের বাড়ি আব্দুল হকের ঘরে আগুন লেগে যায়। এতে পাশের দোকানও ক্ষতিগ্রস্থ হয়।
পুড়ে যাওয়া দোকানের মালিক বেলাল হোসেন জানান, তার নিজ বংশের লোকেরা এ কাজ করতে পারেন। দোকানে ধানের খড়, টিন ও কিছু মালামাল ছিল যা সবই পুড়ে ছাই হয়ে যায়। পরে পুলিশ এবং সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার ঘটনাস্থল পরিদর্শন করেন।