
মুহাম্মদ কাইসার হামিদ, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :
কিশোরগঞ্জের কুলিয়ারচরে ২৪ কেজি
গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে
র্যাব।
সোমবার (১৪জুন) সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার দ্বাড়িয়াকান্দি বাসস্ট্যান্ড এলাকা থেকে মো. মামুন মিয়া (২১), মো. সাত্তার মিয়া (১৯) ও মো. মেহেদী হাসান বাবু (২৩) নামে ৩ মাদক ব্যবসায়ীকে ২৪ কেজি গাঁজা ও ৩টি মোবাইল সেটসহ আটক করে র্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন টিম।
আটককৃত মো. মামুন মিয়া (২১) ব্রাক্ষণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার বিসনোপুর ইকতলী গ্রামের মানিক মিয়ার ছেলে ও মো. সাত্তার মিয়া (১৯) একই গ্রামের মো. তাজু মিয়ার ছেলে এবং মো. মেহেদী হাসান বাবু (২৩) কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার চান্ডিবেড় দক্ষিণপাড়া গ্রামের জসিম উদ্দিনের ছেলে বলে জানা যায়।
র্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. এম শোভন খান বিএন এই তথ্য নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৪ জুন) সকাল সাড়ে ৯ টার দিকে কুলিয়ারচর উপজেলার দ্বাড়িয়াকান্দি বাসস্ট্যান্ড এলাকায় র্যাবের একটি চৌকোস টিম অভিযান চালিয়ে ২৪ কেজি গাঁজা ও ৩টি মোবাইল সেটসহ তাদেরকে আটক করে। র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবৎ ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা হতে চোরাই পথে গাঁজাসহ মাদক দ্রব্য দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির নিকট বিক্রয় করে আসছে বলে স্বীকার করে।
এ রিপোর্ট লিখা পর্যন্ত গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক কুলিয়ারচর থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।