
মুহাম্মদ কাইসার হামিদ, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধিঃ
কিশোগঞ্জের কুলিয়ারচরে একটি ট্রাক ও ৩০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
বৃহস্পতিবার রাত সাড়ে ৩ টার দিকে ভৈরব র্যাব- ১৪ ক্যাম্পের সদস্যরা কুলিয়ারচর এলাকার দ্বাড়িয়াকান্দি বাসস্ট্যান্ড থেকে তাদের আটক করে।
আটককৃতরা হলো বরগুনার পাতাকাটা গ্রামের শামসুল আলমের ছেলে শাহ আলী ও চট্রগ্রাম হালিশহর এলাকার আবদুল কাদেরের ছেলে মো. ফারুক মিয়া।
এব্যাপারে র্যাব বাদী হয়ে কুলিয়ারচর থানায় তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে। শুক্রবার দুপুরে দু’জনকে কুলিয়ারচর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
ভৈরব র্যাব ক্যাম্পের কমান্ডার রাফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে অভিযানকালে তাদেরকে কুলিয়ারচর এলাকা থেকে ৩০ কেজি গাঁজাসহ আটক করা হয়। মাদক বহনের কারনে ট্রাকটি আটক করে জব্দ করা হয়েছে বলে তিনি জানান।