
মোঃ মহসীন খান হীরা, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি
মানিকগঞ্জ সদর উপজেলায় চতুর্থ শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিন কিশোরকে আটক করেছে র্যাব।
সদর উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের শানবান্দা এলাকা থেকে রোববার দুপুর ১২টার দিকে তাদের আটক করা হয়। তাদের মধ্যে দুইজনের বয়স ১৪ ও একজনের ১৫ বছর।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৪-এর মানিকগঞ্জের কোম্পানি কমান্ডার এএসপি উনু মং।
র্যাব জানায়, বৃহস্পতিবার বিকেলে প্রাইভেট পড়তে যাওয়ায় সময় স্থানীয় দুই কিশোর শিশুটিকে ধরে স্থানীয় একটি মুরগির খামারে নিয়ে ধর্ষণ করে। ওই ঘটনার ভিডিও ধারণ করে তারা। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে শিশুটিকে ধর্ষণ করে আরেক অভিযুক্ত।
শিশুটির বাবা জানান, ওই ঘটনার পর তার মেয়ের আচরণ অন্যরকম হয়ে যায়। তার স্ত্রীর সন্দেহ হলে মেয়েকে জিজ্ঞেস করেন। পরে শনিবার রাতে তাদের ঘটনাটি জানায় মেয়ে। রোববার তিনি র্যাবকে বিষয়টি জানান।
র্যাব-৪-এর মানিকগঞ্জের কোম্পানি কমান্ডার এএসপি উনু মং জানান, ঘটনা জানার পর ওই এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত তিন কিশোরকে আটক করে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। শিশুর বাবা মামলার প্রস্তুতি নিচ্ছেন