বুধবার , মে ২৪ ২০২৩
Home / সারা দেশ / মিঠাপুকুরে মাছের পোনা সরবরাহে প্রতারনার অভিযোগ;থানায় মামলা

মিঠাপুকুরে মাছের পোনা সরবরাহে প্রতারনার অভিযোগ;থানায় মামলা

 

আব্দুল হালিম, জ্যেষ্ঠ প্রতিবেদকঃ
শাহীনুর ইসলাম রাজন গং মাছের পোনা ও মাছের খাদ্য সরবরাহে প্রতারনা সহ পরিকল্পিতভাবে ৩০ লক্ষ টাকার চেক সহ ৩ শ টাকার ননজুটিশিয়াল ষ্ট্যামে জোরপূর্বক স্বাক্ষর গ্রহন করায় থানায় মামলা। ঘটনাটি ঘটেছে রংপুরের মিঠাপুকুর উপজেলার ২ নং রানীপুকুর ইউনিয়ন্থ নাসিরাবাদ গ্রামে রাস্তায় আমগাছের নিচে বিকেল আনুমানিক ২ টায়।
ঘটনার বিবরণে প্রকাশ নাসিরাবাদ গ্রামের বাসিন্দা কানাডা ও বাংলাদেশ নাগরিক প্রফেসর ড. আকমল হোসেন (পিএইচডি) ৫৫ শতাংশ পুকুরে দেশী মাগুর মাছ চাষ করবেন বলে রংপুর জেলা মৎস্য কর্মকর্তা বরুন বিশ্বাস কে অবহিত করেন। বরুন বিশ্বাস রংপুর মেট্রো পশুরাম থানার খটখটিয়া এলাকার শাহ আলম এর পুত্র শাহীনুর ইসলাম রাজন(৩৯)কে পাঠিয়ে দেন প্রফেসর ড. আকমল হোসেনের কাছে।
খামারী রাজনের সাথে আকমল হোসেন মৌখিক আলোচনায় দেশী মাগুর মাছের পোনা ১ লক্ষ পোনার দাম ১ লক্ষ টাকা ঠিক হয়। খামারী রাজন মাগুর মাছের পোনার পরিবর্তে ১ লক্ষ সিং মাছের পোনা গভীর রাতে পুকুরে ছেড়েদেন যা এলাকাবাসীদের মতে ৫ হাজারের বেশী ছিলনা। যার মুল্য পরবর্তী সময় ৫০ হাজার টাকা প্রদান করেন প্রফেসর ড. আকমল হোসেন। পূর্বের সিং মাছের পোনা ব্যঙ ও গড়াই মাছে খেয়েছে বলে দ্বিতীয় বারে ৫থেকে ৬ ইঞ্চি লম্বা ১ লক্ষ সিং মাছ ছাড়েন ওই খামারী রাজন। যার ৩ লক্ষ টাকা মুল্য
ব্যংকের মাধ্যমে মোঃ রওশন হাবিব এর হিসাব নম্বরে। যার ব্যাংক হিসাব নং ২০৫,০৩৩৩, ০২২, ৬৭৮৯, ০৮ ধাপ শাখা রংপুরে গ্রহন করেন রাজন। দ্বিতৃয়বারেও ১ লক্ষ মাছের পরিবর্তে ৫ থেকে ৬ হাজার মাছ চাড়ে গভীর রাতে। ওই সময় প্রফেসর ড. আকমল হোসেন কানাডায় অবস্থান করছিলেন। মাছের খাদ্য, ঔষধ বাবদ প্রায় ২ লক্ষ টাকা প্রদান করেছেন। মাছের পোনা, খাদ্য ও ঔষধ সরবরাহ বাবদ মোট ৫ লক্ষ ৫০ হাজার টাকা প্রদান করেছেন রাজনকে প্রফেসর ড. আকমল হোসেন।
দেশী মাগুর মাছের পোনার স্থলে শিংগি মাছের পোনা ছাড়ায় ড. আকমল হোসেনের সাথে প্রতরনা করেছেন মৎস্য খামারী রাজন গং বলে এলাকাবাসী এ প্রতিবেদককে জানান।
পরবর্তীতে মাছের খাদ্যের ব্যবসার জন্য প্রফেসর ড.আকমল হোসেনের কাছে ১০ লক্ষ টাকা ধার চায়। (থানায় জিডি করণের সময় ভুলবশত পুলিশ ১০ লক্ষ টাকা নেয় উল্লেখ করছেন বলে আকমল হোসেন এ প্রতিবেদককে জানান।
উল্লেখ্য ১০ লক্ষ টাকা ধার না দেয়ায় চক্রান্ত মুলক ক্ষতিপুরণের দাবীর আগেই গত ১৮ এপ্রিল ২০২১ তারিখে শাহীনুর ইসলাম রাজন সহ ১৩/১৪ জন বেলা আনুমানিক ২ টায়, পূর্ব পরিকল্পিত ভাবে ১ টি চেক সহ ৩ শ টাকার ননজুটিশিয়াল ষ্ট্যম্পে টাইপ করা ৩০ লক্ষ টাকা লিখে মিথ্যা পাওনা দার সেজে প্রফেসর ড. আকমল হোসেনের কাছ থেকে জোর পূর্বক স্বাক্ষর নেয়। যার চেক নং BS-25-B -2201208 পুবালী ব্যাংক লিমিটেড। ৩ শ টাকার ষ্ট্যাম্প যার নং খ ঘ – ৪৯৩০৫২১,২২,২৩।
৩ শ টাকার ননজুটিশিয়াল ষ্ট্যম্পে রাজন উল্লেখ করেছেন, গত ১-২ ২০২১ তারিখে গলদা চিংড়ি মাছ চাষের উদ্দেশ্যে ৩০ লক্ষ টাকা প্রফেসর ড. আকমল হোসেন ঋণ হিসেবে গ্রহন করেছেন দেখানো হলেও বাস্তবে চিংড়ি মাছের চাষ করেননি! ড.আকমল হোসেন কোন চুক্তি করেননি। তিনি ৩০ লক্ষ টাকা নেননি। যা এ সম্পর্কে এলাকাবাসী সহ স্থানীয় ও উপজেলা প্রশাসন অবগত রয়েছেন।
এ ঘটনায় প্রফেসর ড. আকমল হোসেন বাদি হয়ে মিঠাপুকুর থানায় একটি জিডি করেছেন। যার জিডি নং ২৮৪ তারিখ- ০৫-০৬-২০২১। জিডির প্রেক্ষিতে উক্ত জোরপূর্বক লিখিত নেয়া চেক এর পেমেন্ট বন্ধ করে দিয়েছেন পুবালী ব্যাংক কতৃপক্ষ। এ ছাড়াও প্রফেসর ড.আকমল হোসেন বলেন, জিডি লেখার সময় তাঁর ঠিকানা পুলিশ পাল্টে দিয়েছেন। তাঁর স্থায়ী ঠিকানা রানীপুকুর ইউনিয়ন্থ নাসিরাবাদ গ্রামের স্থলে খোড়াগাছ ইউনিয়ন্থ কিসামত রসুলপুর গ্রাম লেখে তাঁর স্বাক্ষর নিয়েছেন। এ খামারী রাজনের সাথে মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করলে মোবাইল বন্ধের কারনে তার সাথে কথা বলা সম্ভব হয়নি। এ দিকে মিঠাপুকুর থানা অফিসার ইনচার্জ আমিরুজ্জামান সাথে সরকারী মোবাইলে কথা বললে জিডি হয়েছে, তদন্তাধীন রয়েছে বলে এ প্রতিবেদককে জানান।

About admin

Check Also

চিলমারী পল্লী বিদ্যুৎ উৎকোচ না দেয়ায় বিদ্যুৎ সংযোগ বঞ্চিত দেড় শতাধিক গ্রাহক

চিলমারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ শতভাগ বিদ্যুায়নকৃত উপজেলা হিসাবে কুড়িগ্রামের চিলমারী উপজেলাকে ঘোষনা করার ৫বছর পেরিয়ে গেলেও পল্লী বিদ্যুৎ …

কুড়িগ্রামের সাংবাদিক রাজু আহমেদের উপর সৎ ভাইয়ের হামলা অস্ত্রের আঘাতে শয্যাশায়ী

মোঃ বুলবুল ইসলাম,কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে সৎ ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে রক্তাক্ত জখম হয়ে কুড়িগ্রাম সদর …

কাউনিয়ায় স্বপ্ন ছোয়া সামাজিক সংগঠনের আলোচনা সভা ও ঈদ উপহার আর্থিক সহায়তা প্রদান

কাউনিয়া (রংপুর) থেকে আব্দুল কুদ্দুছ বসুনিয়াঃ রংপুরের কাউনিয়া উপজেলা হারাগাছ নাজিরদহ ঝাকুয়াটারীতে পবিত্র ঈদ উল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *