
সেলিম সম্রাট, লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ২ নং গড্ডিমারী ইউনিয়নে করোনার কারণে কর্মহীন হয়ে পড়া বিভিন্ন শ্রেণী-পেশার ১২০০ পরিবারকে প্রদান করা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সামগ্রী ও মানবিক সহায়তা। স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে আজ সোমবার( ৫ ই জুলাই) সকালে গড্ডিমারী ইউনিয়ন পরিষদে ১২০০ পরিবারের হাতে তুলে দেওয়া হয় এই উপহার সামগ্রী। এর আগে উপজেলার সানিয়াজান ইউনিয়ন পরে নওদাবাস, গোতামারী, ভেলাগুড়ী ইউনিয়নের অসহায় পরিবারকে দেওয়া হয় মানবিক সহায়তা ও বিশেষ ভিজিএফ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এম পি উপস্থিত থেকে এই মানবিক সহায়তা প্রদান উদ্বোধন করেন। গড্ডিমারী ইউনিয়ন চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক শ্যামলের সভাপতিত্বে ,গড্ডিমারী ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গ ও সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উপহার সামগ্রী প্রদান উদ্বোধনের সময় জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এম পি বলেন, ‘করোনাসহ যে কোন দুর্যোগের সময় মানুষের পাশে সবসময় দাঁড়িয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। করোনাকালীন সময়ে যাতে কোন গরীব, অসহায় দরিদ্রপীড়িত মানুষ অনাহারে না থাকেন সেজন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এই মানবিক উপহার প্রদান করা হচ্ছে।’ এসময়, গড্ডিমারী ইউনিয়ন চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক শ্যামল বলেন, আমরা বিপদে আপদে আমাদের অভিভাবক বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন কে পাশে পেয়েছি। আপনারা আমাদের অভিভাবকের জন্য দোয়া করবেন। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মানবিক উপহার প্রদান শেষে গড্ডিমারী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে এম্বুলেন্স প্রদান করা হয়।