
আতাউর রহমান,স্টাফ রিপোর্টারঃ
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফরকেরহাট বাজারে সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে বাজার কমিটির সভাপতির বাধার মুখে পড়েন রাজারহাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আকলিমা বেগম। এ ঘটনায় বাজার কমিটির সভাপতি সহ অজ্ঞাত ১৫ থেকে ২০ জনের নামে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলে জানায় রাজারহাট থানার অফিসার ইনচার্জ রাজু সরকার।
স্থানীয়রা জানায়,বুধবার(৭জুলাই) ৫.৩০ ঘটিকার সময় রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফরকেরহাট বাজারে সহকারী কমিশনার (ভূমি) আকলিমা বেগম, করোনার বিস্তার প্রতিরোধে রাষ্টীয় দায়িত্ব পালন করতে আসেন। সেখানকার এক চা বিক্রেতা ফরকেরহাট উচ্চ বিদ্যালয়ের গেটের পাশেই খোলা জায়গায় সরকারী বিধি অমান্য করে দোকান বসালে জনসমাগম নিয়ন্ত্রণে এসিল্যান্ড উচ্ছেদের নির্দেশ দিলে বাজার কমিটির সভাপতি মঞ্জুরুল ইসলাম মঞ্জু সেখানে উপস্থিত হয়ে এসিল্যান্ডের কাজে বাধা দেন এবং পরিবেশ উত্তেজিত করে এসিল্যান্ড ও পুলিশের উপর মারমুখী আচরণ করেন। ঘটনাটি প্রশাসনের পক্ষ থেকে মোবাইল ফোনে ভিডিও করা হলে সেই মোবাইল ফোনটি মঞ্জুরুল ইসলাম কেড়ে নিয়ে ছুড়ে ফেলেন বলেও জানায় প্রতক্ষ্যদর্শীরা।
তবে সেই চা বিক্রেতা প্রতিবাদ না করেই প্রশাসনের নির্দেশনায় দোকানটি সরিয়ে নেয় বলে জানায় স্থানীয়রা।
ওসি রাজু সরকার জানান, বাজার কমিটির সভাপতি মঞ্জুরুল ইসলাম মঞ্জু সহ অজ্ঞাত নামা প্রায় ২০জনকে আসামী করে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এ ব্যাপারে রাজারহাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আকলিমা বেগম গণমাধ্যমে কোন মন্তব্য করতে রাজি হননি।
এ বিষয়ে কথা বলতে বাজার কমিটির সভাপতি মঞ্জুরুল ইসলাম মঞ্জুর সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি।
উল্লেখ্য, এর আগেও ফরকেরহাট বাজারে এসিল্যান্ডের উচ্ছেদ অভিযানের সময় মঞ্জুরুল ইসলাম মঞ্জু বাধা প্রদান করে বলে অভিযোগ আছ।