
ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
অবৈধপথে ভারত থেকে বাংলাদেশে ফেরার সময় কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্ত থেকে নারী পুরুষ ও শিশুসহ বারোজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আটককৃতরা প্রায় ৫ বছর পূর্বে ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দু’দেশের দালালের মাধ্যমে অবৈধ পথে সীমান্ত পারি দিয়ে ভারতের দিল্লিতে ইট ভাটায় কাজের জন্য গিয়েছিল।
মঙ্গলবার গভীর রাতে উপজেলার ধর্মপুর সীমান্ত গ্রামের ৯৪২/৪ এস আন্তর্জাতিক পিলারের নিকট দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় তাদের আটক করা হয়। তাদের মধ্যে তিনজন নারী ও পাঁচজন শিশু রয়েছে। এদের মধ্যে আটক পাঁচ শিশুকে সমাজ সেবা
অধিদপ্তরের প্রতিনিধির মাধ্যমে ওই শিশুদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। বাকিদের বিরুদ্ধে বিনা পাসর্পোটে অনু প্রবেশের দায়ে মামলা দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।
আটককৃতরা হলেন, ফুলবাড়ী উপজেলার শ্যামপুর গ্রামের আব্দুস ছোবহানের ছেলে জাকির হোসেন (২২), নাগেশ্বরী উপজেলার বিন্নাবাড়ী ও কুঠি বামনডাঙ্গা গ্রামের মৃত দেলবার আলীর ছেলে আঃ জলিল (৫৪), তার স্ত্রী লিলিফা (৪৫), বাদশা মিয়ার ছেলে হাবিবুর রহমান (৩৪) তার স্ত্রী আনজু বেগম (৩০), আব্দুল হাকিমের ছেলে হাফিজুর রহমান(৩৮) তার স্ত্রী আনিচা বেগম (৩২)। তাদের সঙ্গে থাকা আরফিনা (১০), মিলন (১২), হামিদা (৮). রমজান (৩) রুবিনা (৫) নামের পাঁচজন শিশু রয়েছে।
লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল এস এম তৌহিদুল আলম ৬৯ টিভিকে জানিয়েছেন, আটককৃতরা ভারতের দিল্লীতে অবৈধ পথে কাজ করার জন্য গিয়েছিল। কাঁটাতারের উপর তকতা দিয়ে পার হয়ে বাংলাদেশে প্রবেশের সময়
বিজিবি তাদের আটক করে।