
প্রতিনিধি কুড়িগ্রাম:
সদরের ভোগডাঙ্গা ইউনিয়নে ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে অতিদরিদ্র দুস্থ ও অসহায়দের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ অব্যাহত রয়েছে। শনিবার সকালে সদরের ভোগডাঙ্গা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে চাল বিতরন উদ্বোধন করেন কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াসমিন। এসব উপস্থিত ছিলেন ভোগডাঙ্গা ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব সাইদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম (তোতা), ইউপি সদস্য আব্দুস শাফী, আকরামুল হক মাজেদুল প্রমূখ। ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সাইদুর রহমান জানান, ১২ হাজার ৫৭ জন সুবিধা ভুগী ভিজিএফ এর সুফল পাবেন। স্বাস্হ্যবীধি মেনে আজ থেকে ১৮ জুলাই পযর্ন্ত ভিজি এফ এর চাল বিতরণ অব্যাহত থাকবে।