
স্টাফ রিপোর্টার: কুড়িগ্রামের চিলমারী উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত সবুজপাড়া গ্রামের একটি বাড়ী থেকে নগদ টাকা ও মোবাইল ফোন চুরির ঘটনা ঘটেছে।
শনিবার ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে কে বা কারা সুজপাড়া মন্দির সংলগ্ন ডাঃ বীরেন্দ্র নাথ সরকারের বাসায় এ ঘটনা ঘটায়। তার বড় ছেলে ডাঃ সঞ্জয় কুমার সরকার জানান, ভোর সাড়ে ৫টার দিকে শয়ন কক্ষের বারান্দায় প্লেট ভাঙ্গার শব্ধ পেয়ে ঘুম থেকে জেগে দেখে ঘরের দরজা খোলা। তার ব্যবহৃত এ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও শোকেচের উপরে থাকা মানিক ব্যাগ থেকে নগদ ১০ হাজার টাকা নিয়ে গেছে অজ্ঞাতনামা চোর। এর আগেও ঐ বাড়ীতে ৩ বার চুরির ঘটনা ঘটেছে। এব্যাপারে চিলমারী মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে। চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ারুল ইসলাম জানান, মোবাইল ফোন উদ্ধারের চেষ্টা চলছে।