বুধবার , মে ২৪ ২০২৩
Home / সারা দেশ / চিলমারীতে মেধাবী কল্যাণ সংস্থার ৯ম বর্ষপূর্তি ও ১০ম বর্ষে পদার্পন আজ

চিলমারীতে মেধাবী কল্যাণ সংস্থার ৯ম বর্ষপূর্তি ও ১০ম বর্ষে পদার্পন আজ

স্টাফ রিপোর্টার: কুড়িগ্রামের চিলমারী উপজেলার মেধাবী ও হতদরিদ্র শিক্ষার্থীদের সহায়তার জন্য গড়ে ওঠা মেধাবী কল্যাণ সংস্থা ৯ম বর্ষপূর্তি ও ১০ম বর্ষে পদার্পন করছে আজ। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ নুরুল আলম জানান, করোনা পরিস্থিতির সংক্রমণ বৃদ্ধির কারণে আজ প্রতিষ্ঠা বার্ষিকীর কোন আয়োজন করা হয়নি।
২০১২ সালের ১১ জুলাই এলাকার কতিপয় শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি পেশার যুবদের উদ্যোগে হতদরিদ্র মেধাবী শিক্ষার্থীদের উন্নত শিক্ষা লাভের জন্য আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে প্রতিষ্ঠা করা হয় মেধাবী কল্যাণ সংস্থা। সংস্থাটি প্রতিষ্ঠার পর থেকে মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা ছাড়াও, গৃহহীনদের ঘর নির্মাণ করে দেয়া, দরিদ্র মানুষকে আত্মনির্ভরশীল করে গড়ে তোলার জন্য গবাদী পশু প্রদানসহ নানারকম মানবিক সহায়তা প্রদান করে আসছে। গত ২০২০ সালের মার্চ-এপ্রিলে করোনাকালীন সময়ে লকডাউনে এবং পরপর দু‘বারের ভয়াবহ বন্যায় প্রতিদিন কয়েক শত মানুষের মাঝে তৈরী খাবার বিতরণ করা হয়। এ প্রসঙ্গে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ নুরুল আলম জানান, দেশের বিভিন্ন অঞ্চলের বিত্তবানদের সহায়তায় আমরা এই সংগঠনের মাধ্যমে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা গ্রহণের জন্য মাসিক আর্থিক সহায়তা প্রদান করে আসছি। এছাড়াও মানবিক সহায়তা কার্যক্রম চলমান রয়েছে। তিনি আজকের দিনে যারা এই সংগঠনকে সার্বিক সহাযোগিতা করেছেন তাদের সকলকে ধন্যবাদ, কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানিয়েছেন।

About admin

Check Also

চিলমারী পল্লী বিদ্যুৎ উৎকোচ না দেয়ায় বিদ্যুৎ সংযোগ বঞ্চিত দেড় শতাধিক গ্রাহক

চিলমারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ শতভাগ বিদ্যুায়নকৃত উপজেলা হিসাবে কুড়িগ্রামের চিলমারী উপজেলাকে ঘোষনা করার ৫বছর পেরিয়ে গেলেও পল্লী বিদ্যুৎ …

কুড়িগ্রামের সাংবাদিক রাজু আহমেদের উপর সৎ ভাইয়ের হামলা অস্ত্রের আঘাতে শয্যাশায়ী

মোঃ বুলবুল ইসলাম,কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে সৎ ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে রক্তাক্ত জখম হয়ে কুড়িগ্রাম সদর …

কাউনিয়ায় স্বপ্ন ছোয়া সামাজিক সংগঠনের আলোচনা সভা ও ঈদ উপহার আর্থিক সহায়তা প্রদান

কাউনিয়া (রংপুর) থেকে আব্দুল কুদ্দুছ বসুনিয়াঃ রংপুরের কাউনিয়া উপজেলা হারাগাছ নাজিরদহ ঝাকুয়াটারীতে পবিত্র ঈদ উল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *