
স্টাফ রিপোর্টার: কুড়িগ্রামের চিলমারী উপজেলার মেধাবী ও হতদরিদ্র শিক্ষার্থীদের সহায়তার জন্য গড়ে ওঠা মেধাবী কল্যাণ সংস্থা ৯ম বর্ষপূর্তি ও ১০ম বর্ষে পদার্পন করছে আজ। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ নুরুল আলম জানান, করোনা পরিস্থিতির সংক্রমণ বৃদ্ধির কারণে আজ প্রতিষ্ঠা বার্ষিকীর কোন আয়োজন করা হয়নি।
২০১২ সালের ১১ জুলাই এলাকার কতিপয় শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি পেশার যুবদের উদ্যোগে হতদরিদ্র মেধাবী শিক্ষার্থীদের উন্নত শিক্ষা লাভের জন্য আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে প্রতিষ্ঠা করা হয় মেধাবী কল্যাণ সংস্থা। সংস্থাটি প্রতিষ্ঠার পর থেকে মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা ছাড়াও, গৃহহীনদের ঘর নির্মাণ করে দেয়া, দরিদ্র মানুষকে আত্মনির্ভরশীল করে গড়ে তোলার জন্য গবাদী পশু প্রদানসহ নানারকম মানবিক সহায়তা প্রদান করে আসছে। গত ২০২০ সালের মার্চ-এপ্রিলে করোনাকালীন সময়ে লকডাউনে এবং পরপর দু‘বারের ভয়াবহ বন্যায় প্রতিদিন কয়েক শত মানুষের মাঝে তৈরী খাবার বিতরণ করা হয়। এ প্রসঙ্গে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ নুরুল আলম জানান, দেশের বিভিন্ন অঞ্চলের বিত্তবানদের সহায়তায় আমরা এই সংগঠনের মাধ্যমে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা গ্রহণের জন্য মাসিক আর্থিক সহায়তা প্রদান করে আসছি। এছাড়াও মানবিক সহায়তা কার্যক্রম চলমান রয়েছে। তিনি আজকের দিনে যারা এই সংগঠনকে সার্বিক সহাযোগিতা করেছেন তাদের সকলকে ধন্যবাদ, কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানিয়েছেন।