
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের কুলিয়ারচরে কর্মহীনদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জুলাই) বিকালে উপজেলার উছমানপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিষদের অস্থায়ী কার্যালয়ে ২০২১-২২ অর্থ বছরের প্রাকৃতিক ও কোভিড-১৯ এ লকডাউনে ক্ষতিগ্রস্থ ও দরিদ্র, দুঃস্থ ও অস্বচ্ছল ৩০৩ জন কর্মহীনদের প্রতিজনের মাঝে ৫০০ টাকা করে নগদ বিতরণ করেন উছমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নিজাম ক্বারী। এ সময় ট্যাগ অফিসার হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অফিসের প্রতিনিধি মোঃ মাসুদ।