আব্দুল কুদ্দুছ বসুনিয়া,বিশেষ প্রতিনিধিঃ
কাউনিয়া(রংপুর) প্রতিনিধিঃ রংপুরের কাউনিয়া উপজেলায় ২৫০ অসহায় ও অতিদরিদ্র পরিবার কে ত্রাণ সহায়তা দিল কালের কণ্ঠ শুভসংঘ।
গতকাল (১৬ জুলাই) শুক্রবার সকালে কাউনিয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে স্বাস্থ্যবিধি মেনে বসুন্ধরা গ্রুপের সহায়তায় এই ত্রাণ সামগ্রী বিতরণ করেন শুভসংঘের সদস্যরা। ত্রাণ বিতরণ কালে কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা তারিন বলেন, বসুন্ধরা গ্রুপের ত্রাণ সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করার জন্য আমি কালের কণ্ঠ শুভ সংঘকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। বিশেষ করে ধন্যবাদ জানাই বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানকে, তিনি দেশের প্রতি জেলার অসহায় মানুষকে খাদ্য সহায়তা দিচ্ছেন। আপনাদের কখনও খাদ্যের অভাব হবে না। কিছু দিন আগেও সরকারি ভাবে অসায় মানুষদের খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। তাই আপনারা করোনা সুরক্ষায় সচেতন থাকবেন। অযথা কেউ ঘর থেকে বের হবেন না।
এই ত্রাণ বিতরণ কার্যক্রমে আরো উপস্থিত ছিলেন কোম্পানি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা সরদার আব্দুল হাকিম, কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমুর রহমান, সাপ্তাহিক প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক মোঃ সারওয়ার আলম মুকুল কালের কণ্ঠ শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, কালের কণ্ঠের রংপুর অফিস প্রধান স্বপন চৌধুরী, শুভ সংঘের সংঘের উপদেষ্টা জহির রায়হান, উপজেলা শুভ সংঘের সভাপতি মোঃশামীম হোসেন, সম্পাদক মোছলেম উদ্দিন, রক্ত বিষয়ক সম্পাদক মোঃসাইফুল ইসলাম, কার্যনিবাহী সদস্য জাহিদুল ইসলাম জসিম, আসাদুজ্জামান আসাদ, সহ কালের কন্ঠ শুভ সংঘের সকল সদস্য বৃন্দ।