মঙ্গলবার , সেপ্টেম্বর ২৬ ২০২৩
Home / সারা দেশ / গাজীপুরে তৈরি পোশাক কারখানা চালু

গাজীপুরে তৈরি পোশাক কারখানা চালু

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী গাজীপুরে চালু হয়েছে তৈরি পোশাক কারখানা। সকাল থেকে স্বাস্থ্যসম্মত পরিবেশে শ্রমিকেরা এসব শিল্প-কারখানায় প্রবেশ করে। করোনাভাইরাস মোকাবেলায় শ্রমিকদের মাস্ক পড়া, শরীর জীবাণুমুক্তকরণ এবং শরীরের তাপমাত্রা পরীক্ষা করে কর্মস্থলে প্রবেশ করতে দেয়া হচ্ছে।

জেলা শিল্প পুলিশের তথ্য মতে, গাজীপুরে ২ হাজার তৈরি পোশাক কারখানা রয়েছে। এসব কারখানায় কাজ করছেন অন্তত ১৬ লাখ শ্রমিক।

এদিকে, গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কর্মস্থলে ফেরা মানুষের চাপ বেড়েছে। সকাল থেকে মহাসড়কের কালিয়াকৈর বাইপাস ও চন্দ্রায় কর্মস্থলে ফেরা মানুষের ভীড় দেখা গেছে। এসব মানুষ জীবনের ঝুঁকি নিয়ে কর্মস্থলে ফিরছে।

আজ রোববার বেলা ১২টা পযন্ত গণপরিবহন চলাচলের সিদ্ধান্ত হওয়ার পর কর্মজীবীরা বাস, ট্রাক, পিকআপ ভ্যানে চড়ে গাদাগাদি করে ফিরছেন। অধিকাংশ লোকজনের মধ্যে স্বাস্থ্যবিধি মানার প্রবণতা দেখা যায়নি।

About admin

Check Also

পুলিশ দম্পতি অপহরণ করে মুক্তিপণ আদায় তিন চক্রের সদস্য আটক

হাসনাত তুহিন, ফেনীঃ -ঢাকা চট্রগ্রাম মহাসড়কের ফেনীর মহিপাল থেকে স্ত্রীসহ পুলিশ সদস্যকে অপহরণ করে মুক্তিপণ …

কুড়িগ্রামে স্বাধীনতা চিকিৎসক পরিষদের কমিটি গঠন

কুড়িগ্রাম প্রতিনিধি : স্বাধীনতা চিকিৎসক পরিষদ ( স্বাচিপ) এর কুড়িগ্রাম জেলা শাখার কমিটি গঠিত হয়েছে। …

মানিকগঞ্জের ঘিওরে ৩১ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি হিসেবে নগদ অর্থ প্রদান

মানিকগঞ্জ প্রতিনিধি, মানিকগঞ্জের ঘিওরে এস ডি আই সমৃদ্ধি কর্মসূচির আওতায় বানিয়াজুরী ইউনিয়নে ৩১ জন শিক্ষার্থীদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *