
চিলমারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চিলমারীতে প্রাম পুলিশদের সেবা প্রদানের সুবিধার্থে জেলা প্রশাসকের দপ্তর থেকে বাই সাইকেল ও পোষাক প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের সামনে ৬ইউনিয়নের মোট ৫৭জন গ্রাম পুলিশ(দফাদার ও মহল্লাদার)কে জনপ্রতি ১টি বাই সাইকেল,দুইটি শার্ট,দুইটি প্যান্ট ও ১টি বেল্ট এবং মহিলাদের জন্য ২টি শাড়ী,২টি বøাউজ,১টি বেল্ট ও একটি বাই সাইকেল প্রদান করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো.মাহবুবুর রহমান,উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান আসমা বেগম,থানাহাট ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মিলন প্রমুখ।