বৃহস্পতিবার , এপ্রিল ১৮ ২০২৪
Home / সারা দেশ / রামু জোয়ারিয়ানালার বশির আহমদ ১৯ শত ৫০ পিস ইয়াবা ট্যাবলেট নিয়ে আটক

রামু জোয়ারিয়ানালার বশির আহমদ ১৯ শত ৫০ পিস ইয়াবা ট্যাবলেট নিয়ে আটক

রামু প্রতিনিধিঃ

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। গত ২ আগষ্ট সোমবার সাড়ে রাত ১১টায় উপজেলার সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডস্থ পুরাতন বাস স্টেশনে পুলিশের টহল অবস্থা এবং গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তল্লাশি চালিয়ে ইয়াবাসহ এক মাদককারবারিকে আটক করতে সক্ষম হয়। এসময় তার কাছ থেকে ১৯শত ৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। আটককৃত মাদক কারবারী কক্সবাজার জেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের নাদের পাড়ার মনছুর আলীর পুত্র বশিদ আহাম্মদ(৩৭)। ৩ আগষ্ট মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর হোসেন। থানা সূত্রে জানান, পুলিশ রাতে টহলরত অবস্থায় এবং গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার ২ আগষ্ট রাত সাড়ে ১১টার দিকে নাইক্ষ্যংছড়ি থানার পুলিশ ইনচার্জ আলমগীর হোসেনের তত্ত্বাবধানে এবং সার্বিক দিক নির্দেশনায় উপ-পরিদর্শক (এসআই) অমর চন্দ্র বিশ্বাস এর নেতৃত্বে এএসআই খাদেমুল ইসলাম, এএসআই ফুলমিয়া প্রমাণিক,কনস্টেবল জহিরুল ইসলাম, জাহেদুর রহমান এর পুলিশের একটি টিম নাইক্ষ্যংছড়ি সদর উপজেলার পুরাতন স্টেশনে জনৈক ইব্রাহিমের চা স্টলের সামনে রামু-নাইক্ষ্যংছড়ি প্রধান সড়কে উপর তল্লাসী চালিয়ে ১হাজার ৯শ ৫০পিস ইয়াবাসহ মাদক কারবারিকে আটক করে। জব্দকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৫ লক্ষ ২৫ হাজার টাকা হবে বলেও জানান পুলিশ। আটককৃতের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করার পর মঙ্গলবার সকালে উদ্ধারকৃত আলামতসহ আটককৃত আসামীকে বান্দরবান জেলে প্রেরণ করা হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।

About admin

Check Also

উলিপুরে টাকার অভাবে নবজাতক বিক্রি, উদ্ধার করল পুলিশ

নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রামের উলিপুরে টাকার অভাবে নবজাতক শিশুকে বিক্রির ঘটনায় ২ ঘন্টার মধ্যে উদ্ধার করে …

চিলমারীতে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারীতে অসহায়, দুস্থ প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে বিনামূল্যে হুইল চেয়ার বিতরণ করা …

চিলমারীতে বাংলাদেশ পুলিশের আয়োজনে গরীব ও দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

আলমগীর হোসাইন, বাংলাদেশ পুলিশের আয়োজনে ও কুড়িগ্রাম জেলা পুলিশের সহযোগিতায় পবিত্র রমজানে গরিব ও দুস্থদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *