
প্রফেসর ডক্টর মোহাম্মদ আবু নাছের, নিজস্ব প্রতিবেদক, নোয়াখালী
নোয়াখালী জেলার সেনবাগ উপজেলায়, করোনা ভাইরাস কোভিড-১৯ এর টিকা ইউনিয়ন পর্যায়ে প্রদানের উপর এক প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়।
আজ ০৪ আগস্ট রোজ বুধবার সকাল ১০.৩০ মিঃ সময় সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার এর কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো: সাইফুল ইসলাম মজুমদার সভাপতিত্বে সভার কাজ আরম্ভ হয়।
প্রস্তুতি মূলক সভায় সদস্য সচিব হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা মতিউর রহমান।
এসময় আরো উপস্থিত ছিলেন-উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ক্ষেমালিকা চাকমা, সেনবাগ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বাতেন মৃধা, সেনবাগ উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো:আরিফুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অখিল শিকারি, মাধ্যমিক শিক্ষা অফিসারের প্রতিনিধি মোঃ খুরশিদ আলম, ১নং ছাতারপাইয়া ইউপি’র চেয়ারম্যান আবদুর রহমান, ২নং কেশারপাড় ইউপি’র চেয়ারম্যান বেলাল হোসেন ভূইঁয়া, ৪নং কাদরা ইউপি’র চেয়ারম্যান কামরুজ্জামান পলাশ, ৫নং অর্জুনতলা ইউপি’র চেয়ারম্যান আবদুল ওহাব বিএসসি-এমএড , ৭নং মোহাম্মদপুর ইউপি’র চেয়ারম্যান রুহুল আমিন ভূইঁয়া, ৯নং নবীপুর ইউপি’র চেয়ারম্যান আমিন উল্যাহ বিএসসি, সাংবাদিক মোঃ গিয়াস উদ্দিন স্বপন, প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, ফখরুদ্দিন মোবারক শাহ রিপন, জাহাঙ্গীর পাটোওয়ারী, আমির হোসেন লিটন।
এছাড়াও প্রতিটি ইউনিয়নের উদ্যোক্তা এবং সরকারী হাসপাতালের দায়িত্ব প্রাপ্ত বিভিন্ন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
উক্ত প্রস্তুতি সভায় আগামী ৭ আগষ্ট থেকে ১১ আগষ্ট পর্যন্ত এ সময়ের মধ্যে প্রত্যেক ইউনিয়ন পর্যায়ে ১৮ বছরের উর্ধ্বে সকল নাগরিকদের শতভাগ ভ্যাকসিন নিশ্চিত করার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।
তারিখঃ ০৪/০৮/২০২১ ইং