মঙ্গলবার , সেপ্টেম্বর ২৬ ২০২৩
Home / স্বাস্থ্য / গণটিকা কার্যক্রম শুরু ৭ আগস্ট নয়, ১৪ আগস্ট থেকে

গণটিকা কার্যক্রম শুরু ৭ আগস্ট নয়, ১৪ আগস্ট থেকে

আগামী ৭ আগস্ট থেকে যে গণটিকা কার্যক্রম শুরুর কথা ছিলো সেটি শুরু হবে ১৪ আগস্ট থেকে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বৃহস্পতিবার (৫ আগস্ট) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. খুরশীদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

এসময় তিনি বলেন, ক্যাম্পেইনের আওতায় আপাতত একদিন (৭ আগস্ট) ভ্যাকসিন দেওয়া হবে। তারপর সাতদিন বন্ধ থাকার পর আবার ক্যাম্পেইন চালু হবে। তবে চলমান টিকাদান কর্মসূচি অব্যাহত থাকবে।

ডা. খুরশীদ আলম বলেন, আমাদের বাকি সব পরিকল্পনা ঠিক আছে। লকডাউনের কারণে পরিবহনে সমস্যা। তাই ৭ তারিখ রান টেস্ট, আর ১৪ তারিখ থেকে গণহারে টিকা কার্যক্রম শুরু। ভ্যাকসিনেশনের এই ক্যাম্পেইনের বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বিস্তারিত জানাবেন।

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সারাদেশে গণহারে টিকা কার্যক্রম পরিচালনায় ৭ আগস্ট থেকে ১২ আগস্ট পর্যন্ত দেশব্যাপী ৬ দিনের ভ্যাকসিনেশন ক্যাম্পেইনের উদ্যোগ নেওয়া হলেও হঠাৎ করেই পরিকল্পনায় পরিবর্তন আনা হয়েছে। ৬ দিনের পরিবর্তে এখন মাত্র একদিন করা হবে এই ক্যাস্পেইন। এরপর ১৪ আগস্ট থেকে গণটিকা কার্যক্রম শুরু হবে।

About admin

Check Also

কাউনিয়ায় উদ্দীপ্ত রক্ত ও মানব কল্যাণ সংস্থার উদ্বোধন ও আলোচনা সভা

কাউনিয়া (রংপুর) আব্দুল কুদ্দুছ বসুনিয়া: জাতি ধর্ম নির্বিশেষে থাকবো মোরা সবার পাশে এ শ্লোগান কে …

বাঁচতে চায় চাঁদ মিয়া ও কিশোরী কন্যা তাসলিমা

চিলমারী প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে শয্যাশায়ী চাঁদ মিয়া (৫০) ও তার ১৭ …

ভোলার লালমোহনে সড়ক দুর্ঘটনায় চিকিৎসক নিহত

ভোলা (বিশেষ) প্রতিনিধিঃ ভোলার লালমোহনে সড়ক দুর্ঘটনায় লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডাঃ হিল্লোল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *