
মোঃ মহসীন খান হীরা,মানিকগঞ্জ জেলা প্রতিনিধিঃ
মানিকগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হলো বীর মুক্তিযোদ্ধা মুক্তার এর। ।
৬ আগস্ট/২০২১ খ্রিঃ শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে মানিকগঞ্জ গঙ্গাধর পট্টির নিজ বাসভবনে অসুস্থ হয়ে পড়লে তখন তাকে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয় । বিকেল ০৩:৫০ মিনিটে তিনি চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন । ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ।
বীর মুক্তিযোদ্ধা মুক্তার উদ্দিন বিশ্বাস ঘিওর উপজেলার নালী ইউনিয়নের ০২ নং ওয়ার্ডের দিয়াইল গ্রামের মৃত মদন উদ্দিনের ছেলে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর । জীবদ্দশায় ইন্তেকালের সময় স্ত্রী এবং দুই ছেলে ও একমাত্র কন্যা সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি ।
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে এই যুদ্ধজয়ী বীর সন্তানকে সন্ধ্যার পর বেলা ০৭:৩০ ঘটিকার সময় নিজ গ্রামের দিয়াইল কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয় । এ সময় ঘিওর উপজেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিসেট্রট ওয়াদিয়া শাবাব এই বীর সন্তানকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করেন । এ সময় উপস্থিত ছিলেন মোঃ মমিন উদ্দিন খান ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা সংসদ মানিকগঞ্জ জেলা। মানিকগঞ্জ জেলা অনার গার্ড পুলিশ টিমের সদস্যবৃন্দ এবং ঘিওর থানা পুলিশ অনার গার্ড টিমের সদস্যবৃন্দ সহ অন্যান্য মুক্তিযোদ্ধা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।