
তমাল ভৌমিক, নওগাঁ প্রতিনিধিঃ
বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এর ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে নওগাঁয় আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরন করা হয়েছে।
এ উপলক্ষে সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা প্রশাসন আয়োজনে এ আলোচনা সভা আয়োজন করা হয়। জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ইশরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক হারুন অর রশিদ। এসময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উত্তম কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার একেএম আল মামুন
চিশতি ও সাবেক এমপি শাহিন মনোয়ারা হকসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা বিভিন্ন মহিলা সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন। পরে ৭ জনের মাঝে সেলাই মেশিন বিতরন করা হয়।