বুধবার , মে ৩১ ২০২৩
Home / স্বাস্থ্য / সিদ্ধ করে রাখা ডিম কতক্ষণ পর্যন্ত খাওয়া উচিত জেনে নিন

সিদ্ধ করে রাখা ডিম কতক্ষণ পর্যন্ত খাওয়া উচিত জেনে নিন

সকালের কিংবা দুপুরের খাবারে সব কিছুর সঙ্গে খেতে ভাল লাগে সিদ্ধ করা ডিম । অনেকেই অফিসের টিফিনেও সেই জন্য ডিমসেদ্ধ নিয়ে যেতে পছন্দ করেন।

কিন্তু সকালে সিদ্ধ করে রাখা ডিম দুপুর বেলায় খাওয়া কতটা ঠিক চলুন জেনে নেওয়া যাক।

সিদ্ধ করা ডিম কতক্ষণ ভাল থাকে?

ঠিক ভাবে রাখতে পারলে সিদ্ধ করা ডিম ফ্রিজে সপ্তাহখানেক ভাল থাকে, কিন্তু তারপরই তা নষ্ট হয়ে যেতে থাকে। আর ডিম যদি ফ্রিজে না রাখেন, তা হলে সিদ্ধ করার অন্তত দুই ঘণ্টার মধ্যে ডিম খেয়ে ফেলা উচিত। কারণ ডিম খুব তাড়াতাড়িই নষ্ট হয়ে যায়। সেই কারণে বিশেষজ্ঞরা বার বার টাটকা ডিমই খেতে পরামর্শ দেন।

কী ভাবে সংরক্ষণ করলে ভাল থাকবে সিদ্ধ করা ডিম?

সিদ্ধ করা ডিম ভাল রাখার জন্য সবার আগে তাপমাত্রার দিকটা খেয়াল রাখা উচিত। কারণ ডিম সংরক্ষণ করার ক্ষেত্রে ৪.৪ ডিগ্রি সেলসিয়াসের কম তাপমাত্রা হওয়া জরুরি।

এই তাপমাত্রায় রেখে ডিম খোসাসহ ফ্রিজে রেখে দিলে সপ্তাহখানেক ভাল থাকবে। কোনও ভাবেই খোসা ছাড়ানো সিদ্ধ করা ডিম ফ্রিজে রাখবেন না।

About admin

Check Also

কুড়িগ্রামে কুড়িয়ে পাওয়া মর্টারশেল বিস্ফোরণে এক ব্যক্তির ডান পায়ের গোড়ালী বিছিন্ন

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় কুড়িয়ে পাওয়া পরিত্যক্ত মর্টারশেল বিস্ফোরণে বাবু মিয়া (৪০) নামের …

কোভিডের তৃতীয় ও চুতুর্থ ডোজ টিকা দেওয়া সাময়িক বন্ধ

দেশে কোভিডের মজুতকৃত টিকার মেয়াদ শেষ হওয়ায় তৃতীয় ও চুতুর্থ ডোজ দেওয়া সাময়িকভাবে স্থগিত করেছে …

কাউনিয়া ব্লাড ডোনার পরিবারের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা ও বৃক্ষ রোপণ কর্মসূচী পালন

কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ রক্ত দিন জীবন বাঁচান, বিয়ের আগে পরীক্ষা করলে রক্ত সন্তান থাকবে থ্যালাসিমিয়া …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *