
ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
২১ শে আগস্ট গ্রেনেড হামলায় শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন ও হামলার সাথে জড়িত পলাতক আসামীদের দেশে ফিরিয়ে এনে দ্রুত রায় কার্যকরের দাবিতে এবং ইতিহাসের নৃশংস তম হত্যাকান্ডের ১৭তম বার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ছাত্রলীগ ফুলবাড়ী উপজেলা শাখার নেতা-কর্মীরা। রক্তাক্ত ২১ শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় জড়িতদের বিচারের রায় দ্রুত কার্যকরের দাবিতে শনিবার দুপুরে উপজেলার প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করেন উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ। মিছিল শেষে উপজেলা সদরের জিরো পয়েন্টে সমাবেশ অনু্ষ্ঠিত হয়। সমাবেশে উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এর আগে রাত ১২ টা ১ মিনিটে ভয়াল ২১ শে আগস্টের সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও স্মরণে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আলোকশিখা প্রজ্জলন করা হয়।