মঙ্গলবার , সেপ্টেম্বর ২৬ ২০২৩
Home / সারা দেশ / “অবশেষে সাতদিন পর উদ্ধার হল কচাকাটার দুই ধর্মের প্রেমিক যুগল”

“অবশেষে সাতদিন পর উদ্ধার হল কচাকাটার দুই ধর্মের প্রেমিক যুগল”

মোঃ মজিবর রহমান,নাগেশ্বরী প্রতিনিধিঃ
অবশেষে পুলিশের তৎপরতায় ৭দিন পর উদ্ধার হল দুই ধর্মের প্রেমিক যুগল কিশোর শ্রী গোবিন্দ বিশ্বাস (১৭) এবং কিশোরী মোছাঃ আনিকা খাতুন (১৪)। কিশোর গোবিন্দ বিশ্বাস উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের মাঝিপাড়া গ্রামের শ্রী বকুল চন্দ্র বিশ্বাসের ছেলে এবং কিশোরী আনিকা খাতুন একই গ্রামের আনিছুর রহমানের কিশোরী কন্যা। তাদের দু’জনের মধ্যে গভীর প্রেমের সম্পর্ক ছিল বলে স্থানীয় সূত্রে জানা যায়। সে প্রেমের টানে গত ১৫/৮/২১ ইং প্রেমিক গোবিন্দ ও প্রেমিকা আনিকা বাড়ির কাউকে না জানিয়ে অজানার উদ্দেশ্যে পাড়ি জমায়। এদিকে ১৮/৮/২১ ইং তারিখে কিশোরী আনিকার পিতা গোবিন্দের বিরুদ্ধে কচাকাটা থানায় একটি অপহরন মামলা দায়ের করলে পুলিশ মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে তাদের অবস্থান নিশ্চিত করে কুড়িগ্রাম থেকে কিশোরীকে উদ্ধার ও অপহরনকারী গোবিন্দ বিশ্বাসকে গ্রেপ্তার করে। এ বিষয়ে জানতে চাইলে কচাকাটা থানা ওসি (তদন্ত) কামাল হোসেন জানান,আসামিকে গ্রেফতারের পর সোমবার জেল হাজতে এবং উদ্ধারকৃত মেয়েটিকে জবানবন্দির জন্য আদালতে পাঠানো হয়েছে।
Open Photo

About admin

Check Also

পুলিশ দম্পতি অপহরণ করে মুক্তিপণ আদায় তিন চক্রের সদস্য আটক

হাসনাত তুহিন, ফেনীঃ -ঢাকা চট্রগ্রাম মহাসড়কের ফেনীর মহিপাল থেকে স্ত্রীসহ পুলিশ সদস্যকে অপহরণ করে মুক্তিপণ …

কুড়িগ্রামে স্বাধীনতা চিকিৎসক পরিষদের কমিটি গঠন

কুড়িগ্রাম প্রতিনিধি : স্বাধীনতা চিকিৎসক পরিষদ ( স্বাচিপ) এর কুড়িগ্রাম জেলা শাখার কমিটি গঠিত হয়েছে। …

মানিকগঞ্জের ঘিওরে ৩১ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি হিসেবে নগদ অর্থ প্রদান

মানিকগঞ্জ প্রতিনিধি, মানিকগঞ্জের ঘিওরে এস ডি আই সমৃদ্ধি কর্মসূচির আওতায় বানিয়াজুরী ইউনিয়নে ৩১ জন শিক্ষার্থীদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *