
বিশেষ প্রতিনিধি; কাউনিয়া (রংপুর) থেকে:
রংপুরের কাউনিয়া রেলওয়ে স্টেশন বাজারে সোমবার বিকালে নিষিদ্ধ চায়না রিং জাল বিক্রি বন্ধে অভিযান চালিয়ে ফাহমিদা জাল ঘর থেকে অবৈধ ১০৪ পিচ চায়না রিং জাল আটক করা হয়। যার আনুমানিক মূল্য ৫ লাখ ২০ হাজার টাকা। উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা তারিন এর নির্দেশে উপজেলা শিশু নিকেতন মাঠে ফাহমিদা জাল ঘর থেকে আটক ১০৪ পিচ চায়না রিং জাল পুড়ে ফেলা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা ফারজানা আক্তার, সহকারী মৎস্য কর্মকর্তা মাহাবুব উল আলম, কাউনিয়া থানা এস আই আঃ মমিন ক্ষেত্র সহকারী আশরাফুল ইসলাম প্রমূখ।
মৎস্য কর্মকর্তা ফারজানা জানান, নিষিদ্ধ রিং জাল বন্ধে অভিযান অব্যাহত থাকবে।