
চিলমারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চিলমারীতে থানাহাট বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরীর অপরাধে ১বেকারী, বেদিশী পণ্যে খুচরা মূল্য না থাকায় ১ব্যবসায়ী ও মেয়াদ উত্তীর্ন কিটনাশক রাখায় ১বীজ ভান্ডারের জরিমানা করা হয়েছে।বৃহস্পতিবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ দপ্তর কুড়িগ্রামের সহকারী পরিচালক মো.মোস্তাফিজার রহমান বাজার তদারকি অভিযান চালিয়ে এসব জরিমানা করেন। এসময় মৌসুমী বেকারীর ১হাজার টাকা,অঙ্গনা স্টোরের ৩হাজার টাকা ও লিমন বীজ ভান্ডারের ২হাজার টাকা মিলে মোট ৬হাজার টাকা জরিমানা আদায় করা হয়।