
স্টাফ রিপোর্টারঃ
কুড়িগ্রামের চিলমারীতে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে ২৮ আগস্ট শনিবার সকাল ১১ টায় সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন মৎস্য কর্মকর্তা মোঃ নুরুজ্জামান খান। “বেশি বেশি মাছ চাষ করি বেকারত্ব দূর করি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে মৎস্য সপ্তাহ পালন করছে মৎস্য দপ্তর। ২৮ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর মাইকিং ও প্রচারণা, মতবিনিময়, পোনামাছ অবমুক্তকরণ, প্রামাণ্যচিত্র প্রদর্শন, মাটি ও পানি পরীক্ষা, সুবিধাভোগীদের প্রশিক্ষণ ও উপকরণ বিতরণসহ বিভিন্ন কর্মসূচি পালন করবে মৎস্য দপ্তর। এসময় প্রদান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান, চিলমারী মডেল থানার (ওসি তদন্ত) প্রাণ কৃূ্ূষ্ঞ নাথ, প্রেসক্লাব চিলমারীর সভাপতি সহ-অধ্যপক গোলাম মাহবুব, সাধারণ সম্পাদক সহ-অধ্যপক মামুন অর রশিদ, চিলমারী প্রেসক্লাব সভাপতি ও সাপ্তাহীক যুগের খবর পত্রিকার সম্পাদক এস,এম নুরুল আমিন সরকার, চিলমারী প্রেসক্লাব সাধারণ সম্পাদক সহ- অধ্যপক জিয়াউর রহমান জিয়া,৬৯ টিভির চেয়ারম্যান আলমগীর হোসাইন, সাংবাদিক সোহেল শাওরাত, সাংবাদিক আব্দুল লতিফ মেহেদী, সাংবাদিক মমিনুল ইসলাম বাবু, সাংবাদিক ফয়সায় আহমেদ রকি, সাংবাদিক রাফি প্রমূখ।