মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৭:৪৯ অপরাহ্ন
৬৯ডেস্কঃ
কুড়িগ্রামের উলিপুরে এক কৃষকের গোয়াল ঘরে আগুন ধরায় প্রায় আড়াই লাখ টাকার তিনটি গরু পুড়ে ছাই হওয়ার ঘটনা ঘটেছে। বুধবার গভীর রাতে তবকপুর ইউনিয়নের দক্ষিণ উমানন্দ সরাইপাড় এলাকায় তাজুল ইসলামের বাড়ীতে এঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারন জানা যায়নি।
এলাকাবাসী জানায়,বুধবার দিবাগত রাত প্রায় ২টার দিকে তাজুল ইসলামের গোয়াল ঘরে আগুন ধরলে ঘরটির ২পাশ্বের বেড়া ও ঘরে রাখা বেশকিছু পাটকাঠি আগুনে পুড়ে যায়। এতে গর্ভবর্তী একটি ফ্রিজিয়াম জাতের গাভীসহ তিনটি গরু আগুনে পুড়ে ছাই হয়ে যায়, যার আনুমানিক মূল্য প্রায় আড়াই লাখ টাকা। গরুর মালিক তাজুল ইসলামের মা তহমিনা বেগম কান্না জড়িত কন্ঠে জানান,রাত প্রায় ২টার দিকে হঠাৎ তার ঘুম ভেঙ্গে গেলে বাহিরে আগুন দেখতে পান। তিনি আগুন আগুন বলে চিৎকার করলে বাড়ীর সবাই উঠেও গরু তিনটিকে রক্ষা করতে পারেনি। অগ্নি কান্ডের সময় বাহিরে বৃষ্টি হচ্ছিল বলে জানান তিনি। তাজুল ইসলাম বলেন, অনেক সখ করে তিনি ফ্রিজিয়াম জাতের গাভীটি কিনেছেন। ১৫দিন পরেই বাছুর হলে গাভীটি ২৫-৩০কেজি করে দুধ দিত বলে কান্নায় ভেঙ্গে পড়েন তিনি।