সোমবার , জুন ৫ ২০২৩
Home / জাতীয় / ‘নভেম্বর-ডিসেম্বরে হতে পারে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা’

‘নভেম্বর-ডিসেম্বরে হতে পারে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা’

এবছর প্রাথমিক শিক্ষা সমাপনী, পিইসি পরীক্ষা নেয়ার প্রস্তুতি আছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। পরিস্থিতি বিবেচনা করে নভেম্বর বা ডিসেম্বরে এ পরীক্ষাগুলো নেয়া হতে পারে। সোমবার (৬ সেপ্টেম্বর) আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে ব্রিফিং শেষে প্রতিমন্ত্রী জাকির হোসেন এ কথা জানান। এসময় তিনি জানান, আপাতত প্রাক প্রাথমিক শিক্ষার্থীদের ক্লাস হবে অনলাইনে। তাদের সশরীরে ক্লাস এখনই শুরু হচ্ছে না। আগামী ১২ সেপ্টেম্বর শর্তসাপেক্ষে স্কুল-কলেজ খুলে দেয়ার ঘোষণার পর জানানো হয়, এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের ক্লাস প্রতিদিন হবে। আর বাকিদের সপ্তাহে একদিন করে ক্লাস নেয়া হবে। প্রায় দেড় বছর পর স্কুল-কলেজ খুলে দেয়ার এই ঘোষণার বাইরে থাকছে প্লে–নার্সারি–কেজি ও প্রাক–প্রাথমিক স্তরের শিক্ষার্থীরা। তবে পরিস্থিতি বিবেচনা করে পরে প্রাক–প্রাথমিক শিক্ষা সশরীর চালু করা হবে বলেও জানানো হয়েছে।

About admin

Check Also

জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ শুরু ১২ মার্চ

আগামী ১২ মার্চ জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ শুরু হবে। ওই দিন একই সঙ্গে প্রাথমিক শিক্ষা …

নির্বাচনে না আসলে অস্তিত্ব সঙ্কটে পড়বে বিএনপি : তথ্য মন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, …

প্রধানমন্ত্রীর সঙ্গে টনি ব্লেয়ারের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ করেছেন ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার।  (শনিবার) সকালে প্রধানমন্ত্রীর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *