
মোঃ রেজাউল করিম,উলিপুর প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুর উপজেলার তবকপুর ইউনিয়ন পরিষদে ৭ সেপ্টেম্বর মঙ্গলবার তবকপুর ইউনিয়নের ২০১৮ -২০১৯ অর্থ বছরের এল,জি, এস, পি-৩ দ্বারা বাস্তবায়িত প্রকল্পের অধীনে তবকপুর ইউনিয়ন পরিষদের বাস্তবায়নে আজ ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মুক্তিযুদ্ধ কর্ণার স্থাপন, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক বই সরবরাহ এবং বুকসেল্প প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ গোলাম হোসেন ( মন্টু), উপজেলা ভাইস চেয়ারম্যান ও সিনিয়র সাংবাদিক মোঃ আবু সাঈদ সরকার , মোঃ ওয়াদুদ হোসেন মুকুল চেয়ারম্যান তবকপুর ইউনিয়ন পরিষদ এবং ইউনিয়নের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ। প্রধান অতিথির বক্তৃতায় বীরমুক্তিযোদ্ধা মোঃ গোলাম হোসেন মন্টু বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ । প্রাথমিক স্কুল হলো শিশুদের মুল ভিত্তি। এসব শিশুরাই আগামী দিনে দেশ পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাই তাদের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে হবে। এসময় তবকপুর ইউনিয়নের ১৫ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের মাঝে মুক্তিযুদ্ধ বিষয়ক বই ও বুকসেল্প প্রদান করেন।