
টস হেরে ফিল্ডিংয়ে নেমে প্রথম ওভারেই উইকেটের দেখা পেল বাংলাদেশ। নাসুম আহমেদের ৪র্থ বলে সাইফের হাতে ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন নিউজিল্যান্ডের ওপেনার রবীন্দ্র।
এর আগে শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং নিয়েছে নিউজিল্যান্ড। তাই মাহমুদউল্লাহর দল ফিল্ডিংয়ে নামে।
পাঁচ ম্যাচ সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ। তাই আজকের ম্যাচটি অতি গুরুত্বপূর্ণ টাইগারদের জন্য। এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করার সুবর্ণ সুযোগ রয়েছে তাদের।
সিরিজের প্রথম দুটি ম্যাচ জিতে বাংলাদেশ এগিয়ে থাকলেও তৃতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়ায় নিউজিল্যান্ড। প্রথম ম্যাচে সাত উইকেটে এবং দ্বিতীয় ম্যাচে ৪ রানে জিতে টাইগাররা। তৃতীয় ম্যাচে হেরেছে ৫২ রানের ব্যবধানে।
সিরিজ নিশ্চিত করার লক্ষ্যে মিরপুরের শেরেবাংলায় বিকেল ৪টায় মাঠে নেমেছে টাইগাররা।