
কুমিল্লায় পাথরবাহী ট্রাকচাপায় রিকশাচালকসহ ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকচালক ও হেলপারসহ ৩ জনকে আটক করা হয়েছে। শনিবার (১১ সেপ্টেম্বর) ভোরে কুমিল্লা-সিলেট মহাসড়কে জেলার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়ন পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ জানিয়েছে, শনিবার ভোরে ময়নামতি ইউনিয়ন পরিষদের সামনে রিকশা থেকে নেমে চালককে ভাড়া দিচ্ছিলেন দুই যাত্রী। এ সময় সিলেট থেকে কুমিল্লা অভিমুখী একটি পাথরবাহী ট্রাক ওই রিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই রিকশাচালক ও ওই দুই যাত্রীসহ ৩ জন মারা যায়। নিহতরা হলেন ময়নামতি ইউনিয়নের ডাকলাপাড়া গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে রিকশাচালক ইসমাইল হোসেন সাগর (৩০), মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলার দক্ষিণবাগ গুচ্ছগ্রামের রজব আলীর ছেলে ইউসুফ (২৭) ও সাহাপুর গ্রামের আব্দুস সালামের ছেলে আব্দুল আহাদ (২৯)। ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার ওসি মো. আনিসুর রহমান জানিয়েছেন, নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে এবং ট্রাকটি আটক করা হয়েছে।