শুক্রবার , সেপ্টেম্বর ২২ ২০২৩
Home / জাতীয় / কুমিল্লায় পাথরবাহী ট্রাকচাপায় নিহত তিন

কুমিল্লায় পাথরবাহী ট্রাকচাপায় নিহত তিন

কুমিল্লায় পাথরবাহী ট্রাকচাপায় রিকশাচালকসহ ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকচালক ও হেলপারসহ ৩ জনকে আটক করা হয়েছে। শনিবার (১১ সেপ্টেম্বর) ভোরে কুমিল্লা-সিলেট মহাসড়কে জেলার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়ন পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ জানিয়েছে, শনিবার ভোরে ময়নামতি ইউনিয়ন পরিষদের সামনে রিকশা থেকে নেমে চালককে ভাড়া দিচ্ছিলেন দুই যাত্রী। এ সময় সিলেট থেকে কুমিল্লা অভিমুখী একটি পাথরবাহী ট্রাক ওই রিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই রিকশাচালক ও ওই দুই যাত্রীসহ ৩ জন মারা যায়। নিহতরা হলেন ময়নামতি ইউনিয়নের ডাকলাপাড়া গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে রিকশাচালক ইসমাইল হোসেন সাগর (৩০), মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলার দক্ষিণবাগ গুচ্ছগ্রামের রজব আলীর ছেলে ইউসুফ (২৭) ও সাহাপুর গ্রামের আব্দুস সালামের ছেলে আব্দুল আহাদ (২৯)। ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার ওসি মো. আনিসুর রহমান জানিয়েছেন, নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে এবং ট্রাকটি আটক করা হয়েছে।

About admin

Check Also

জ্ঞানকে প্রয়োগ করার জন্য দক্ষতা থাকতে হবে : শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, দক্ষতা হচ্ছে আমি যে কাজটি যন্ত্রপাতি নিয়ে নিজ হাতে করতে …

স্বপ্ন পূরণ হবে না বিএনপির : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল বলেছেন, সরকারের পতন ঘটাতে দফায় দফায় নানা জায়গায় দেনদরবার করছে বিএনপি। কিন্তু …

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে গেলেন আদানি

ভারতে কয়লাভিত্তিক গোড্ডা বিদ্যুৎকেন্দ্র পুরোপুরি চালু হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাতে সংক্ষিপ্ত সফরে ঢাকায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *