
ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ফুলবাড়ীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৭তম জন্ম বার্ষিকী উপলক্ষে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেছে ফুলবাড়ী উপজেলা প্রশাসন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৭ তম জন্মবার্ষিকী ২০২১ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীরা অংশগ্রহন করেছেন। এতে ৫টি বিভাগের প্রতিযোগীদের মধ্য থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানে বিজয়ী নির্বাচিত করা হয়। বিজয়ীদের আনুষ্ঠানিক ভাবে পুরস্কার তুলে দিতে আয়োজন করা হয় পুরস্কার বিতরণ অনুষ্ঠানের। রবিবার উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা সুমন দাস। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হাই রকেট , শিক্ষা কর্মকর্তা এরশাদুল হক, একাডেমি সুপার ভাইজার আব্দুস ছালাম , সহকারী শিক্ষা কর্মকর্তা রিয়াজুল ইসলাম , উত্তর কুটি চন্দ্রখানা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম হিরু, মিয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমানসহ আরও অনেকে।