
মোঃ রেজাউল করিম, উলিপুর প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে সরকারি খাদ্য গুদামের ২০ বস্তা চাউল চুরি করে বিক্রি করার সময় দুই ভ্যান চালককে আটক করেছে জনতা। জানা যায়, সমবার সকাল ১১ টার সময় ও এস এম এক ডিলার খাদ্য গুদামের বারান্দা থেকে ২০ বস্তা চাউল উলিপুর মধ্যবাজারের কাশেম চাউল কলের মালিক সেকেন্দার আলী মোল্লার দোকানে পৌঁছে দিতে বলে। কথামত উল্লেখিত স্থানে চাউল নামানোর সময় জনতা আটক করে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে ১হাজার কেজি চাউল জব্দ করে। অবশেষে কাশেম চাউল কলের ম্যানেজার আনোয়ার হোসেনসহ ২ ভ্যান চালক শহিদ ও কুদ্দুসকে আটক করে থানায় নিয়ে যায়। উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন জানান, এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।