
দ্বিতীয় দিনের মতো দেশের স্কুল-কলেজগুলোতে চলছে পাঠদান। গতকাল ৫৪৩ দিন পর খুলে দেয়া হয় স্কুল কলেজ। সোমবার (১৩ সেপ্টেম্বর) সকালে নিয়ম মতো হাজির হয়েছেন শিক্ষার্থীরা। তবে, স্বাস্থ্যবিধির দিকে খেয়াল রাখছেন সংশ্লিষ্টরা। শিক্ষার্থীদের পদচারণায় মুখর, স্কুল-কলেজগুলোতে। দীর্ঘদিন পর পাঠদান শুরু হওয়ায় উচ্ছ্বসিত তারা।
এদিকে, উপস্থিত অনুপস্থিতির বিষয়টা দেখছেন শিক্ষকরা। যারা এখনও অনুপস্থিত আছেন তাদেরকে ক্লাশে ফিরিয়ে আনার বিষয়টি জোর দেয়ার কথা জানিয়েছন শিক্ষকরা।