শুক্রবার , সেপ্টেম্বর ২২ ২০২৩
Home / রাজনীতি / সংসদ সদস্য অধ্যাপিকা মাসুদা রশিদ চৌধুরী আর নেই

সংসদ সদস্য অধ্যাপিকা মাসুদা রশিদ চৌধুরী আর নেই

জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অধ্যাপিকা মাসুদা এম রশিদ চৌধুরী ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। সোমবার (১৩ সেপ্টেম্বর) ভোর রাত সাড়ে ৩টার দিকে রাজধানীর বারডেম হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জাপা সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। অধ্যাপিকা মাসুদা এম রশিদ চৌধুরী দীর্ঘদিন যাবৎ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে দেশে-বিদেশে চিকিৎসা নিচ্ছিলেন। সর্বশেষ রাজধানীর বারডেম হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। সেখানেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তিনি এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

About admin

Check Also

রাজনৈতিক অভিলাষ চরিতার্থে লবিস্ট দিয়ে বিবৃতি আনা দেশদ্রোহিতার শামিল: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, রাজনৈতিক অভিলাষ চরিতার্থে দেশের …

ফেনীতে বিএনপির অপরাজনীতির বিরুদ্ধে জেলা আওয়ামিলীগের শান্তি সমাবেশ

হাসনাত তুহিন,ফেনী প্রতিনিধিঃ ফেনীতে বিএনপি’র সন্ত্রাস নৈরাজ্য  ও অপরাজনীতির বিরুদ্ধে জেলা আওয়ামী লীগের শান্তি সমাবেশ …

ড. কামালের সঙ্গে জোট করা ছিল ভুল : কাদের সিদ্দিকী

২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের নেতৃত্বে জোট করাটা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *