শুক্রবার , মার্চ ২৯ ২০২৪
Home / সারা দেশ / রাজশাহীতে ট্রেনে সন্তান প্রসব করলেন এক নারী, সুস্থ রয়েছেন মা-নবজাতক

রাজশাহীতে ট্রেনে সন্তান প্রসব করলেন এক নারী, সুস্থ রয়েছেন মা-নবজাতক

খুলনা থেকে রাজশাহীগামী সাগরদাঁড়ি এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনে সন্তান প্রসব করেছেন সাবিনা ইয়াসমীন নামের এক নারী। মা ও নবজাতক ছেলে সন্তান দু’জনই সুস্থ আছেন। ঈশ্বরদী রেল পুলিশ জানিয়েছে, সন্তান প্রসবের জন্য হাসপাতালে ভর্তি হওয়ার উদ্দেশ্যে সন্তান সম্ভাবা সাবিনা ইয়াসমীন ও একজন নারী বৃহস্পতিবার রাত আটটায় ভেড়ামারা স্টেশন থেকে সাগরদাঁড়ি এক্সপ্রেসে ওঠেন। ট্রেনটি আব্দুলপুর জংশনে পৌছালে প্রসব বেদনা শুরু হয় ইয়াসমিনের। এসময় ট্রেনের গার্ড বগিগুলোতে থাকা সাউন্ড সিস্টেমের মাধ্যমে যাত্রীদের মধ্যে কোন চিকিৎসক থাকলে সন্তান প্রসবে সহায়তা করতে এগিয়ে আসার আহ্বান জানান। ঐ ট্রেনে থাকা এক নারী চিকিৎসক ঘোষণাটি শুনে সন্তান প্রসবে সহযোগিতা করেন। রাজশাহী রেল স্টেশনের ম্যানেজার জানান, তারা বিষযটি আগে থেকেই জানতে পেরে এ্যাম্বুলেন্স প্রস্তুত রাখেন। নবজাতক ও তার মা স্টেশনে পৌঁছানো মাত্র তাদের রাজশাহী মেডিকেলে নেয়া হয়।

About admin

Check Also

কাউনিয়ায় খাদিজাতুল কুবরা(রা:)মহিলা মাদ্রাসায় ইফতার মাহফিল

কাউনিয়া (রংপুর) থেকে আব্দুল কুদ্দুছ বসুনিয়া: পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠান …

কাউনিয়া কে স্মার্ট উপজেলা হিসেবে প্রতিষ্ঠা করার অঙ্গীকার চেয়ারম্যান প্রার্থী এ্যাডভোকেট মুকুলের

আব্দুল কুদ্দুছ বসুনিয়া কাউনিয়া( রংপুর)থেকে কাউনিয়া উপজেলা কে একটি আদর্শ জনকল্যাণমূলক স্মার্ট উপজেলা হিসেবে গড়ে …

চিলমারীতে সংবাদ সম্মেলন

চিলমারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে নিজ ছেলে ও স্বামীর হাতে নির্যাতনের শিকার হয়ে আছমা বেগম(৪৯) নামের এক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *