মঙ্গলবার , মার্চ ২১ ২০২৩
Home / সারা দেশ / সিলেটে প্রাইভেটকার-পিকআপের সংঘর্ষে দাদা-নাতি নিহত

সিলেটে প্রাইভেটকার-পিকআপের সংঘর্ষে দাদা-নাতি নিহত

সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় প্রাইভেটকার ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় দাদা-নাতি নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। শনিবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের ফাজিলপুর নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, বিয়ানীবাজার উপজেলার জলঢুপ পাথনুশপাড়া গ্রামের সফিক উদ্দিন (৭০) ও তার নাতি আরিয়ান (১)। আহতরা হলেন – একই গ্রামের গ্রামের হুছনা (৫৫), ফাতেমা আক্তার পপি (৩০), তামান্না (২৫) ও নাসির উদ্দীন (২৫)। জানা যায়, বিয়ানীবাজার থেকে ছেড়ে আসা কার ও মাল বোঝাই পিকআপ ভ্যান কানাইঘাট যাওয়ার পথে সিলেট-জকিগঞ্জ সড়কের ফাজিলপুর নামক স্থানে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষে দুটি গাড়িই দুমড়ে মুচড়ে যায়। পরে ফায়ার সার্ভিস এসে গাড়ি ভেতর থেকে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ২ জনকে মৃত ঘোষণা করেন। বাকিদের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। গোলাপগঞ্জ মডেল থানার এসআই লুৎফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এসময় তিনি বলেন, ২ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ৪ জন। পুলিশ ঘটনাস্থলে রয়েছে।

About admin

Check Also

কাউনিয়ায় ১৪ ক্যান্সার,কিডনি রোগীকে ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান

কুদ্দুছ বসুনিয়া কাউনিয়া (রংপুর)প্রতিনিধিঃ কাউনিয়া উপজেলা সমাজ সেবা অধিদপ্তের অর্থায়নে শুক্রবার সকালে বঙ্গবন্ধুর জন্মদিন ও …

কাউনিয়ায় বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস পালন

আব্দুল কুদ্দুছ বসুনিয়া কাউনিয়া( রংপুর) প্রতিনিধিঃ   কাউনিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে শুক্রবার সকালে বঙ্গবন্ধুর ১০৩ …

বরিশালে জাতীয় সাংবাদিক সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত

রিয়াজুল বাচ্চু, বরিশাল থেকেঃ জাতীয় সাংবাদিক সংস্থা বরিশাল বিভাগের বিভিন্ন শাখা কমিটির নেতৃবৃন্দদের নিয়ে আলোচনা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *