সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় প্রাইভেটকার ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় দাদা-নাতি নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। শনিবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের ফাজিলপুর নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, বিয়ানীবাজার উপজেলার জলঢুপ পাথনুশপাড়া গ্রামের সফিক উদ্দিন (৭০) ও তার নাতি আরিয়ান (১)। আহতরা হলেন – একই গ্রামের গ্রামের হুছনা (৫৫), ফাতেমা আক্তার পপি (৩০), তামান্না (২৫) ও নাসির উদ্দীন (২৫)। জানা যায়, বিয়ানীবাজার থেকে ছেড়ে আসা কার ও মাল বোঝাই পিকআপ ভ্যান কানাইঘাট যাওয়ার পথে সিলেট-জকিগঞ্জ সড়কের ফাজিলপুর নামক স্থানে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষে দুটি গাড়িই দুমড়ে মুচড়ে যায়। পরে ফায়ার সার্ভিস এসে গাড়ি ভেতর থেকে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ২ জনকে মৃত ঘোষণা করেন। বাকিদের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। গোলাপগঞ্জ মডেল থানার এসআই লুৎফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এসময় তিনি বলেন, ২ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ৪ জন। পুলিশ ঘটনাস্থলে রয়েছে।
Check Also
চিলমারীতে ৩০ পিস ইয়াবাসহ ১ যুবক গ্রেফতার
আলমগীর হোসাইন, কুড়িগ্রামের চিলমারীতে ঢুষমারা থানা এলাকায় অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার …
চিলমারীতে পূবালী ব্যাংকের ২২৭তম উপশাখার উদ্বোধন
চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারীতে পূবালী ব্যাংকের ২২৭তম উপশাখার উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুর ১২ …
চিলমারীতে কেয়ার বাংলাদেশের সুফল-২ প্রকল্পের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত
আলমগীর হোসাইন, কুড়িগ্রামের চিলমারীতে কেয়ার বাংলাদেশ বাস্তবায়িত্ব স্কেলিং আপ ফোরকাষ্ট বেইজড অ্যাকশন এন্ড লার্নিং ইন …