বৃহস্পতিবার , মার্চ ১৬ ২০২৩
Home / সারা দেশ / চিলমারীতে উপজেলা পরিষদ উপ-নির্বাচনে ভোট গ্রহণের প্রস্তুতি সম্পন্ন

চিলমারীতে উপজেলা পরিষদ উপ-নির্বাচনে ভোট গ্রহণের প্রস্তুতি সম্পন্ন

চিলমারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চিলমারীতে সোমবার উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান পদে উপ-নির্বাচন। ইতোমধ্যে ভোট গ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন। রোববার দিনভর ভোট কেন্দ্র গুলোতে পুলিশ পাহারায় ব্যালট বাক্স,ব্যালট পেপারসহ যাবতীয় নির্বাচনী উপকরণ কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে। আইন শৃংখলা বাহিনীর সদস্যরাও রোববার থেকে ভোট কেন্দ্রে অবস্থান নিয়েছে। এছাড়াও ঝুকিপূর্ণ কেন্দ্র সমুহে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার মো.জাহাঙ্গীর আলম রাকিব জানান ,ভোট গ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ভোট গ্রহণের লক্ষে ৬টি ইউনিয়নের ৪৫টি ভোট কেন্দ্রের জন্য ৪৫জন প্রিজাইডিং অফিসার,২৬৬ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ৫৩২ জন পোলিং অফিসার নিয়োগ দান পূর্বক তাদের স্ব-স্ব ভোট কেন্দ্রে প্রেরন করা হয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের লক্ষে উপজেলায় মোট ৫শ ৪০জন আনছার,প্রায় ৫শ জন পুলিশ,৩প্লাটুন বিজিবি ও ৬টিম র‌্যাব কাজ করছে। এছাড়াও নির্বাহী ম্যাজিস্ট্রেট ৩জন ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১জন কর্তব্যরত রয়েছেন। সোমবার সকাল ৮টা থেকে ৪৫টি কেন্দ্রে বিরতিহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। এসব ভোট কেন্দ্রে উপজেলার ৪৭ হাজার ৯০২ পুরুষ ও ৫০হাজার ৭২৩ মহিলা মিলে মোট ৯৮ হাজার ৬২৫জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবে।

About admin

Check Also

কুড়িগ্রামে জেলা প্রশাসনের উদ্যোগে রমজান উপলক্ষে বাজার তদারকি

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ সাইদুল আরীফ মহোদয়ের নির্দেশে ১১ …

ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে বাড়ি পুড়ে ছাই ব‍্যাপক ক্ষয়ক্ষতি

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে একটি বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। এতে ব‍্যাপক ক্ষয়ক্ষতি …

ফুলবাড়ীতে নারী দিবস উপলক্ষে বিতর্ক প্রতিযোগিতা ও আলোচনা সভা

মাহফুজার রহমান মাহফুজ, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে বিতর্ক প্রতিযোগিতা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *