
সিলেটের মজুমদারী এলাকা থেকে একই পরিবারের দুই বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে নিজেদের বাড়ির ছাদে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাদের উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- মজুমদারির কোনাপাড়া এলাকার মৃত কলিম উল্লাহর মেয়ে রানী বেগম (৩৩) ও তার ছোট বোন ফাতেমা বেগম (২৭)। সিলেট সিটি কর্পোরেশনের ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী জানান, বাবা মারা যাওয়ার পর থেকে মা ও দুই ভাইয়ের সঙ্গে থাকতেন রানী ও ফাতেমা। আজ সকালে রানী ও ফাতেমার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে স্বজনরা থানায় খবর দেয়। রানী নবম শ্রেণী পর্যন্ত এবং ফাতেমা মাস্টার্স পর্যন্ত পড়ালেখা করেছেন।
স্থানীয়রা জানিয়েছেন, গত-রাতে পারিবারিক কলহের জেরে বাসা থেকে হয়ে যান দুই বোন। ভোরে তাদের ঝুলন্ত অবস্থায় দেখে খবর দিলে এয়ারপোর্ট থানার পুলিশ মৃত অবস্থায় উদ্ধার করে। তবে কখন তারা বাসায় ফিরেছিলো তা পরিবারের কেউ জানাতে পারেননি। ময়নাতদন্তের জন্য মরদেহ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এটি আত্মহত্যা নাকি হত্যা তা ময়নাতন্তের পর জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।