মঙ্গলবার , মার্চ ২১ ২০২৩
Home / সারা দেশ / শাহজালাল বিমানবন্দরে কোটি টাকার স্বর্ণসহ যাত্রী আটক

শাহজালাল বিমানবন্দরে কোটি টাকার স্বর্ণসহ যাত্রী আটক

দুই কেজি ১৫৮ গ্রাম স্বর্ণসহসহ হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউজ। শনিবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে তাকে স্বর্ণসহ আটক করা হয়। আটককৃত ওই যাত্রীর নাম মো. আনোয়ার হোসেন। তার গ্রামের বাড়ি মুন্সীগঞ্জ জেলায়। ঢাকা কাস্টমস হাউজের একটি সূত্র জানায়, রাত সোয়া ১১টার দিকে দুবাই থেকে এমিরেটস এয়ারলাইন্সের ইকে-৫৮৪ নম্বর একটি ফ্লাইট শাহজালাল বিমানবন্দরে অবরতণ করে। এসময় বিমান বন্দর ঢাকা কাস্টমস হাউজের কমিশনারের কাছে আসা এক গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে ওই ফ্লাইটে আসা দুবাই যাত্রী আনোয়ারের পায়ুপথ ও হাত ব্যাগ থেকে এক কেজি ৫৮৪ গ্রাম স্বর্ণ (পেস্টসদশ গোল্ড), চারটি স্বর্ণেরবার ৪৬৪ গ্রাম এবং স্বর্ণালংকার, ১১০ গ্রাম মোট দুই কেজি ১৫৮ গ্রাম স্বর্ণ জব্দ করা হয়। আটককৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য এক কোটি পাঁচ লাখ টাকা। অভিযুক্তের বিরুদ্ধে কাস্টমস আইনের সংশ্লিষ্ট ধারায় বিমানবন্দর থানায় একটি মামলা করা হয়েছে। কাস্টম হাউসের ডেপুটি কমিশনার (প্রিভেন্টিভ) মো. সানোয়ারুল কবীর বলেন, শুক্রবার রাতে বিমানবন্দরে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে দুবাই থেকে আসেন আনোয়ার হোসেন।

About admin

Check Also

কাউনিয়ায় ১৪ ক্যান্সার,কিডনি রোগীকে ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান

কুদ্দুছ বসুনিয়া কাউনিয়া (রংপুর)প্রতিনিধিঃ কাউনিয়া উপজেলা সমাজ সেবা অধিদপ্তের অর্থায়নে শুক্রবার সকালে বঙ্গবন্ধুর জন্মদিন ও …

কাউনিয়ায় বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস পালন

আব্দুল কুদ্দুছ বসুনিয়া কাউনিয়া( রংপুর) প্রতিনিধিঃ   কাউনিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে শুক্রবার সকালে বঙ্গবন্ধুর ১০৩ …

বরিশালে জাতীয় সাংবাদিক সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত

রিয়াজুল বাচ্চু, বরিশাল থেকেঃ জাতীয় সাংবাদিক সংস্থা বরিশাল বিভাগের বিভিন্ন শাখা কমিটির নেতৃবৃন্দদের নিয়ে আলোচনা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *