
কুড়িগ্রাম প্রতিনিধি :
নানা আয়োজনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন পালন করেছে কুড়িগ্রাম প্রেসক্লাব।
এ উপলক্ষে, মঙ্গলবার রাতে প্রেসক্লাবের সৈয়দ শামসুল হক মিলনায়তনে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল, কেক কাটা,আলোচনা সভা ও দু:স্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।
প্রেসক্লাব সভাপতি এ্যাড: আহসান হাবীব নীলুর সভাপতিত্বে আলোচনা সভায় এসময় প্রধানমন্ত্রীর বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের ওপর আলোচনায় অংশ নেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আতাউর রহমান বিপ্লব, জনকণ্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার রাজু মোস্তাফিজ, মিজানুর রহমান মিন্টু, লাইলী বেগম, মাহফুজ টিউটর, জাহিদুল ইসলাম জাহিদ, শাহিন আহমেদ, শাহা আলম, ওয়াহেদ,গোলাম মাসুদ প্রমূখ।
আলোচনা শেষে দুস্থ ও পথচারী সাধারণ মানুষের মাঝে খাবারের প্যাকেট বিতরণ করা হয়।