মঙ্গলবার , মার্চ ২১ ২০২৩
Home / অর্থনীতি / অটোমেটেড চালান নিয়ে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে ব্যাংক এশিয়ার চুক্তি

অটোমেটেড চালান নিয়ে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে ব্যাংক এশিয়ার চুক্তি

অটোমেটেড চালান (এ-চালান) সেবা প্রদানের লক্ষ্যে ব্যাংক এশিয়া লি. সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে। এ চুক্তির আওতায় ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়ের গ্রাহকগণ ব্যাংক এশিয়ার সকল শাখা, উপশাখা, ইসলামিক উইন্ডো ও এজেন্ট আউটলেট হতে অটোমেটেড চালান সিস্টেমের মাধ্যমে যাবতীয় ট্যাক্স, ভ্যাট, পাসপোর্ট ফি এবং অন্যান্য ট্রেজারি ফি সরাসরি সরকারি কোষাগারে জমা দিতে পারবেন।

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আহমেদ জামাল এর উপস্থিতিতে ব্যাংক এশিয়ার প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক মো. আরফান আলী এবং বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস্ এন্ড বাজেটিং ডিপার্টমেন্ট এর মহাব্যবস্থাপক মো. ফোরকান হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক নুরুন নাহার এবং ব্যাংক এশিয়ার উপ-ব্যবস্থাপনা পরিচালক সরদার আকতার হামিদসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

About admin

Check Also

কোভিডের তৃতীয় ও চুতুর্থ ডোজ টিকা দেওয়া সাময়িক বন্ধ

দেশে কোভিডের মজুতকৃত টিকার মেয়াদ শেষ হওয়ায় তৃতীয় ও চুতুর্থ ডোজ দেওয়া সাময়িকভাবে স্থগিত করেছে …

বীমা কোম্পানিগুলোকে সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইচ্ছাকৃতভাবে ক্ষতি করে বীমার অর্থের দাবিদারদের ব্যাপারে বীমা কোম্পানিগুলোকে সতর্ক থাকার নির্দেশ …

সরকার স্মার্ট ক্রীড়াবিদ তৈরিতে কাজ করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার সরকার যে কোনো আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় বাংলাদেশের অংশগ্রহণ নিশ্চিত করতে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *