বুধবার , সেপ্টেম্বর ১৮ ২০২৪
Home / আন্তর্জাতিক / এবার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

এবার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

উত্তর কোরিয়া একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে। এবার দেশটি নতুন তৈরি একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। দেশীয়ভাবে তৈরি পরমাণু অস্ত্র প্রযুক্তির ক্ষেত্রে এই হাইপারসনিক ক্ষেপণাস্ত্র বিশেষ গুরুত্বপূর্ণ।

উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কেসিএনএ জানিয়েছে, মঙ্গলবার সকালের দিকে হোয়াসং-৮ নামের এ ক্ষেপণাস্ত্র জাগাং প্রদেশ থেকে ছোঁড়া হয়। কেসিএনএ এ নিয়ে একটি ছবি প্রকাশ করেছে যাতে নতুন ক্ষেপণাস্ত্র উড়ে যাওয়ার দৃশ্য দেখা যাচ্ছে।

উত্তর কোরিয়ার বার্তা সংস্থাটি বলেছে, হাইপারসনিক এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার কৌশলগত বিরাট গুরুত্ব রয়েছে।

প্রথম পরীক্ষাতেই প্রতিরক্ষা বিজ্ঞানীরা ক্ষেপণাস্ত্রের নেভিগেশন কন্ট্রোল ও স্টাবিলিটির কথা নিশ্চিত করেছেন। কেসিএনএ বলেছে, পঞ্চ-বার্ষিকী পরিকল্পনায় যে পাঁচটি গুরুত্বপূর্ণ প্রকল্পকে অগ্রাধিকার দেয়া হয়েছিল তার মধ্যে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র প্রকল্প একটি। এর আগের দিনও উত্তর কোরিয়া একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে।

About admin

Check Also

শেখ হাসিনার ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশের বিরোধী দলগুলোর সূত্রের বরাতে এই তথ্য …

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পকে লক্ষ্য করে গুলি, নিহত ২

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমাবেশে হামলার ঘটনা ঘটেছে। এতে সাবেক এই রিপাবলিকান প্রেসিডেন্ট কানে …

অজানা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা উ.কোরিয়ার

উত্তর কোরিয়া কমপক্ষে একটি ‘অজানা ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের’ পরীক্ষা চালিয়েছে। শুক্রবার এ তথ্য জানিয়ে দক্ষিণ কোরিয়ার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *