মঙ্গলবার , মার্চ ২১ ২০২৩
Home / সারা দেশ / পদ্মা নদীতে নৌকা ডুবিতে নিহত ৩, নিখোঁজ ২০

পদ্মা নদীতে নৌকা ডুবিতে নিহত ৩, নিখোঁজ ২০

চাঁপাইনবাবগঞ্জের পদ্মা নদীতে নৌকা ডুবে তিনজনের মৃত্যু হয়েছে। বুধবার বিকেল ৪টার দিকে শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নে দশরশিয়া এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, জেলার শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের বিশরশিয়া গ্রামের খাইরুল ইসলামের স্ত্রী লিলিমন বেগম (৬২) ও তার নাতি সিয়াম আলী(৮) এবং মৃত অপরজনের নাম পরিচয় পাওয়া যায়নি।

পাঁকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল আহমেদ ও স্থানীয়রা জানান, বিকেল তিনটার দিকে বোগলাউড়ি ঘাট থেকে ৩০/৩২ জন যাত্রী নিয়ে একটি নৌকা বিশরশিয়ার উদ্দেশ্যে রওনা দেয়। এ সময় নৌকাটি দশরশিয়া এলাকায় পৌঁছালে বাতাসের কবলে নৌকাটি ডুবে যায়।  বিষয়টি স্থানীয়রা দেখতে পেয়ে উদ্ধারের অভিযানে নেমে নদী সাঁতরে লিলিমন ও সিয়ামের মরদেহ উদ্ধার করে। তারা সম্পর্কে নানী ও নাতি। পরে উদ্ধার করা হয় অপরজনের মরদেহ। এ সময় জীবিত উদ্ধার করা হয় ৮ জনকে। নিখোঁজ রয়েছেন নৌকার আরও ২০ জন যাত্রী।

শিবগঞ্জ থানার ওসি ফরিদ হোসেন জানান, নৌকা ডুবিতে ঘটনাস্থলে তিনজন মৃত্যুবরণ করে। নিখোঁজ রয়েছে অনেকে। পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান চালাচ্ছে।

About admin

Check Also

কাউনিয়ায় ১৪ ক্যান্সার,কিডনি রোগীকে ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান

কুদ্দুছ বসুনিয়া কাউনিয়া (রংপুর)প্রতিনিধিঃ কাউনিয়া উপজেলা সমাজ সেবা অধিদপ্তের অর্থায়নে শুক্রবার সকালে বঙ্গবন্ধুর জন্মদিন ও …

কাউনিয়ায় বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস পালন

আব্দুল কুদ্দুছ বসুনিয়া কাউনিয়া( রংপুর) প্রতিনিধিঃ   কাউনিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে শুক্রবার সকালে বঙ্গবন্ধুর ১০৩ …

বরিশালে জাতীয় সাংবাদিক সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত

রিয়াজুল বাচ্চু, বরিশাল থেকেঃ জাতীয় সাংবাদিক সংস্থা বরিশাল বিভাগের বিভিন্ন শাখা কমিটির নেতৃবৃন্দদের নিয়ে আলোচনা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *