
আব্দুল কুদ্দুছ বসুনিয়া, কাউনিয়া (রংপুর)থেকেঃ
রংপুরের কাউনিয়ায় মোফাজ্জল হোসেন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী আমরা ‘৯৬ এস এস সি ব্যাচের বন্ধুদের নিয়ে এক আলোচনা সভা গত শুক্রবার বিকালে তিস্তা সড়ক সেতুর নিচে অনুষ্ঠিত হয়।
আমরা’ ৯৬ ব্যাচের সকল বন্ধু- বান্ধবীদের উপস্থিতিতে রজত জয়ন্তী পালন ও পূর্নমিলনী উপলক্ষে ব্যাপক আলোচনা হয়।
এ সময় বক্তব্য রাখেন আমরা’ ৯৬ ব্যাচের আহবায়ক জাহাঙ্গীর হাসান, সদস্য সচিব আবু আহসান সিদ্দিক পল্লব,উপদেষ্টা শহিদুল ইসলাম,কার্যকরী কমিটির সদস্য মোছাঃআশফিকা বুলবুল (পেস্তা)।অন্যান্য বন্ধু-বান্ধবীদের মধ্যে বক্তব্য রাখেন মোছাঃআবেদা সুলতানা (রত্না) জাহাঙ্গীর আলম জুয়েল, আঃ আজিজ, আঃ লতিফ, মজনু, জহির রায়হান কার্তিক, মলিন, পরেশ, হিরা, ইলিয়াস, হুুমায়ুন প্রমূখ।
পরে পূর্ণমিলনী ও রজতজয়ন্তী উযাপন উপলক্ষে ১৭ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। উল্লেখ্য যে আগামী ২৫ ডিসেম্বর’২১ সকলের উপস্থিতিতে পূর্ণমিলনী করার সিন্ধান্ত গ্রহন করা হয়েছে।